Ajker Patrika

নদীর সাবেক স্বামী সায়েমকে খুঁজছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ২৪ জুন ২০২১, ১৯: ২৬
নদীর সাবেক স্বামী সায়েমকে খুঁজছে পুলিশ

ঢাকা: রাজধানীর শাজাহানপুরের গুলবাগে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনায় সাবেক স্বামীর প্ররোচনা থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। ভুক্তভোগী তরুণী রুবিনা ইয়াসমিন ওরফে নদী (২১) আত্মহত্যার পর থেকে সাবেক স্বামী সায়েমকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পুলিশ বলছে, গেন্ডারিয়ায় বাস করা এই যুবককে খুঁজে পাওয়া গেলে নদী আত্মহত্যার বিষয়টি আরও স্পষ্টভাবে জানা যাবে। গতকাল বুধবার বিকেলে সাবলেট বাসায় আত্মহত্যা করেন নদী।

শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম বলেন, 'বুধবার আত্মহত্যার পরে সে রাতেই শাজাহানপুর থানায় অপমৃত্যুর একটি মামলা হয়। মামলার তদন্তে নদী আত্মহত্যার পেছনে তাঁর সাবেক স্বামীর প্ররোচনা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।'

তদন্তকারী কর্মকর্তা বলছেন, যে বান্ধবীকে ভিডিও কলে রেখে নদী গলায় ফাঁস দিয়ে ‘আত্মহত্যা’ করেছেন, সেই বান্ধবী মারিয়ামকেও জেরা করেছেন। মৃত্যুর আগে কথোপকথন সম্পর্কে জানতে চেয়েছেন তাঁরা।

ভুক্তভোগী তরুণীর মামা মনিরুল ইসলাম তালুকদার আজকের পত্রিকাকে বলেন, এক বছর আগে তাঁর ক্লাসমেট সায়েমকে বিয়ে করেন নদী। সায়েমের কিছু সমস্যার জন্য বিয়ের ৩ মাসের মাথায় বিবাহবিচ্ছেদ হয়। সম্প্রতি একটা ঘটনার জেরে তাঁদের মধ্যে আবার ঝামেলা হয়। তারপরই এমন ঘটনা ঘটল।

স্বজনরা বলছেন, নদী রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইনে পড়াশোনা করতেন। বিবাহ বিচ্ছেদের পর মালিবাগের গুলবাগের একটি বাড়ির পঞ্চম তলায় বান্ধবী মারিয়ামকে নিয়ে সাবলেট থাকতেন। পড়াশোনার পাশাপাশি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন তাঁরা।

ঘটনার বর্ণনায় নদীর বান্ধবী মারিয়াম বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের বলেন, নদীকে বাসায় রেখে তিনি কাজে চলে যান। বেলা ৩টার দিকে তাঁকে ফোন করে রুবিনা বলেন, আমার ভালো লাগছে না, তুই দ্রুত চলে আয়, আমি মরে যাব। পরে রুবিনা ভিডিও কল দিয়ে ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচাচ্ছেন দেখায়। তিনি দ্রুত বাসায় গিয়ে ভেতর থেকে দরজা লাগানো পান।

এদিকে বৃহস্পতিবার দুপুরে ময়নাতদন্ত শেষে মরদেহ নিয়ে যায় স্বজনেরা। এক ভাই ও এক বোনের মধ্যে নদী বড়। তাঁদের গ্রামের বাড়ি বরগুনা জেলার বেতাগীতে। তাঁর বাবা বরিশালের আগৈলঝাড়া থানার এসআই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত