Ajker Patrika

পিএসসির সামনে মুলা ঝুলিয়ে প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৩ নভেম্বর ২০২২, ২২: ৩৪
পিএসসির সামনে মুলা ঝুলিয়ে প্রতিবাদ

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনের বক্তব্যকে দায়সারা উল্লেখ করে দড়িতে মুলা ঝুলিয়ে প্রতীকী প্রতিবাদ জানিয়েছেন ৪০তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ নন-ক্যাডার সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা। আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ের পিএসসির সামনে অভিনব এ কর্মসূচি পালন করেন চাকরিপ্রার্থীরা। 

প্রতিবাদ সমাবেশে সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা বলেন, পিএসসি চেয়ারম্যানের কথা অসংগতিপূর্ণ। আমাদের আন্দোলনকে স্তিমিত করার জন্য তিনি কূটকৌশল চালাচ্ছেন। যৌক্তিক দাবিতে আন্দোলন করা প্রার্থীদের চাপে পড়ে তিনি এখন উল্টো পথে হাঁটছেন, সরকারের কাছে বিচার দিচ্ছেন। এর চেয়ে লজ্জার আর কী হতে পারে? পিএসসি চেয়ারম্যান নিজের চেয়ারের অমর্যাদা ঘটিয়েছেন। 

নন-ক্যাডার পর্যায়ে নিয়োগ ইস্যুতে ৬ দফা দাবিতে টানা পাঁচ দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন চাকরিপ্রার্থীরা। বৃহস্পতিবার বিকেলে ‘প্রাপ্যতার মুলা’ শিরোনামে নাটক মঞ্চস্থ করেন আন্দোলনকারীরা। আন্দোলনকারীরা আরও জানান, পঞ্চম দিনের মতো কর্মসূচি চললেও এখন পর্যন্ত সরকারি কর্ম কমিশনের দায়িত্বশীল কেউ তাদের সঙ্গে যোগাযোগ করেননি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরণ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। 

উল্লেখ, গত বুধবার গণমাধ্যমে এক সাক্ষাৎকারে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন বলেন, ‘খুব দ্রুত সময়ের মধ্যে ৪০তম বিসিএসে উত্তীর্ণ নন-ক্যাডারের প্রার্থীরা বড় ধরনের সুখবর পাবেন। তারা অহেতুক আন্দোলন করছেন।’ আন্দোলনকারীদের ৬ দফা দাবি ভিত্তিহীন বলেও দাবি করেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত