Ajker Patrika

ডায়াপারের অনুমতি নিয়ে তৈরি হচ্ছিল ফিডার, ২ লাখ টাকা জরিমানা

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ঢাকার কেরানীগঞ্জে শিশুদের জন্য ডায়াপার তৈরির অনুমোদন নিয়ে অননুমোদিত ফিডার বোতল ও নিপল উৎপাদনের অভিযোগে একটি কারখানাকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ বৃহস্পতিবার দুপুরে কেরানীগঞ্জ মডেল থানাধীন কালিন্দী ইউনিয়নের বরিশুর এলাকায় ‘অ্যাক্টিভ ফেয়ার কোম্পানি’তে এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) (কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল) জান্নাতুল মাওয়া।

এ সময় তাঁদের সহযোগিতা করেন স্যানেটারি ইন্সপেক্টর শাহিনুর আলম।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়া বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কারখানাটিতে অভিযান পরিচালনা করা হয়। সেখানে দেখা যায়, কারখানাটিতে ন্যাপকিন, ডায়াপার ও ওয়েট টিস্যুর অনুমোদনের আড়ালে গোপনে বৃহৎ পরিসরে অনুমোদনহীন প্লাস্টিকের জিপার ব্যাগ, শিশুদের জন্য স্বাস্থ্যঝুঁকিপূর্ণ ফিডার বোতল ও নিপলসহ বিভিন্ন পণ্য উৎপাদন করা হচ্ছিল।

এ ছাড়া ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন করে উৎপাদিত পণ্যের মোড়কে প্রতিষ্ঠানের পূর্ণাঙ্গ নাম ও ঠিকানা ব্যবহার করা হয়নি। অনুমোদনহীন পণ্য উৎপাদন ও ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের অভিযোগে কারখানার স্বত্বাধিকারী আনোয়ার হাবিবকে ২ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত