Ajker Patrika

ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে আবারও সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বেলা পৌনে ১২টার দিকে দুই কলেজের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ছবি: আজকের পত্রিকা
বেলা পৌনে ১২টার দিকে দুই কলেজের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ছবি: আজকের পত্রিকা

‎ঢাকা ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার বেলা পৌনে ১২টায় সিটি কলেজের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। তবে কী কারণে সংঘর্ষ—তা জানা যায়নি।

‎পুলিশ জানিয়েছে, বেলা পৌনে ১২টার দিকে ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে কী কারণে সংঘর্ষ হয়েছে, তা জানাতে পারেনি পুলিশ। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ সদস্যরা রয়েছে। ‎

‎জানা যায়, বেলা পৌনে ১২টায় ঢাকা কলেজের একদল শিক্ষার্থী ধানমন্ডি ২ নম্বর সড়কের পাশে সিটি কলেজের সামনে অবস্থান নিয়ে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। অন্যদিকে সিটি কলেজের ভেতর থেকে কিছু শিক্ষার্থী ইট-পাটকেল নিক্ষেপ করে। পরে পুলিশ সড়ক থেকে ঢাকা কলেজ শিক্ষার্থীদের সরিয়ে সিটি কলেজের সামনে অবস্থান নিয়ে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করে। ‎

বেলা পৌনে ১২টার দিকে দুই কলেজের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ছবি: আজকের পত্রিকা
বেলা পৌনে ১২টার দিকে দুই কলেজের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ছবি: আজকের পত্রিকা

‎রিপোর্ট লেখা পর্যন্ত ঢাকা কলেজের শিক্ষার্থীরা নায়েমের গলির মুখে অবস্থান নিয়েছে ও সিটি কলেজের শিক্ষার্থীরা তাদের কলেজে অবস্থান করছে।

উদ্ভূত এ পরিস্থিতির কারণে ওই এলাকায় যান চলাচল কিছুটা সীমিত রয়েছে। এতে ওই এলাকার সড়কগুলোতে গাড়ির চাপ রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত