Ajker Patrika

সাজা ভোগ শেষেও কারাগারে থাকা বিদেশিদের তালিকা চেয়েছেন হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাজা ভোগ শেষেও কারাগারে থাকা বিদেশিদের তালিকা চেয়েছেন হাইকোর্ট

অনুপ্রেবেশের দায়ে সাজা ভোগের পরও কারাগারে থাকা বিদেশিদের তালিকা চেয়েছেন হাইকোর্ট। আগামী ১০ মার্চের মধ্যে কারা মহাপরিদর্শককে এই সংক্রান্ত তালিকা দাখিল করতে বলা হয়েছে। একই সঙ্গে সাজা খাটা শেষ হওয়া ভারতীয় কারাবন্দী গোবিন্দ উড়িয়াকে মুক্তির নির্দেশ দিয়েছেন আদালত। 

এই সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে আজ সোমবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চ এ আদেশ দেন।

জানা গেছে, অনুপ্রবেশের দায়ে ২০২২ সালের ১৯ জানুয়ারি ভারতের ত্রিপুরা রাজ্যের কমলপুর থানার বাসিন্দা গোবিন্দ উড়িয়াকে আটক করে বিজিবি। ওই দিনই মৌলভী বাজারের শ্রীমঙ্গল থানায় তার বিরুদ্ধে মামলা করে বিজিবি। বিচার শেষে আদালত গোবিন্দ উড়িয়াকে দুই মাস ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। 

তবে দুই বছর পরও কারামুক্তি মেলেনি গোবিন্দ উড়িয়ার। বিষয়টি নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলে তা যুক্ত করে গত ১১ জানুয়ারি রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী বিভূতি তরফদার। 

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী বিভূতি তরফদার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত