Ajker Patrika

ধোঁয়ায় ফায়ার সার্ভিসের ৩ সদস্যসহ আহত ৫ 

ঢামেক প্রতিনিধি
আপডেট : ০৪ এপ্রিল ২০২৩, ১৬: ০২
Thumbnail image

রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ আগুনের ঘটনায় আহত ও ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন ফায়ার সার্ভিসের তিন সদস্যসহ পাঁচজন। তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে তাঁদের হাসপাতালে নিয়ে আসা হয়। 

বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন ফায়ারম্যান মেহেদী হাসান (২৩)। আর ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন ফায়ারম্যান আতিকুর রহমান রাজন (২৫) ও রবিউল ইসলাম অন্তর (২৫)। এছাড়া দোকান কর্মচারী শাহিন (৪৫) ও নিলয় (২৩) ঢাকা মেডিকেলে ভর্তি। 

 রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ আগুনলালবাগ ফায়ার স্টেশনের ইন্সপেক্টর অর্জুন বারৈ জানান, এনেক্স টাওয়ারের চতুর্থ তলায় ঢুকেছিলেন মেহেদী। তবে ধোঁয়ায় সেখানে আটকে পড়েন। পরে অন্য পাশ দিয়ে তালা কেটে তাঁকে বের করা হয়। এর মধ্যেই ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন তিনি। 

এদিকে ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ফায়ার সার্ভিসের দুই জন কর্মী ও দুই দোকান কর্মচারীকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। তাঁদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তবে তা গুরুতর নয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত