Ajker Patrika

আরও এক হত্যা মামলায় মোজাম্মেল বাবু গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১২: ২৩
আরও এক হত্যা মামলায় মোজাম্মেল বাবু গ্রেপ্তার

রাজধানীর বাড্ডা থানায় দায়ের করা একটি হত্যা মামলায় একাত্তর টেলিভিশনের সিইও মোজাম্মেল হক বাবুকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ ঢাকা মহানগর হাকিম আরফাতুল রাকিব নতুন এই মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন। 

সকাল ৮টার দিকে বিশিষ্ট এই সাংবাদিক মোজাম্মেল বাবুকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার এসআই সৌমিত্র সাহা এ মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করেন। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। পরে বাবুকে কারাগারে ফেরত পাঠানো হয়। 

আদালত সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই মেরুল বাড্ডার বৌদ্ধমন্দিরের সামনে গুলিতে আহত হন তৌহিদুল ইসলাম ভুঁইয়া। চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হলে গত ২১ জুলাই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

এ ঘটনায় তৌহিদুলের স্ত্রী ইসমত জাহান একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১৩ জনকে আসামি করা হয়। 

এই মামলায় নতুন করে গ্রেপ্তার দেখানোর পর মোজাম্মেল বাবুকে দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হলো। 

এর আগে ১৬ সেপ্টেম্বর ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালানোর সময় মোজাম্মেল হক বাবুকে দক্ষিণ মাইজপাড়া ও পোড়াকান্দুলিয়া সীমান্তের মাঝামাঝি এলাকায় একটি প্রাইভেট কারসহ আটক করে পুলিশে দেয় স্থানীয়রা। পরে রাত ১১টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে তাঁদের আনা হয়। 

গত ১৭ সেপ্টেম্বর মোজাম্মেল বাবুকে লিজা আক্তার হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। ওই দিন তাঁকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়। গত ২৩ সেপ্টেম্বর রিমান্ড শেষে তাঁকে কারাগারে পাঠানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

বীর্যে বিরল অ্যালার্জি, নারীর বন্ধ্যাত্ব নিয়ে চিকিৎসকদের নতুন সতর্কতা

কক্সবাজারে যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত