রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীতে গিয়ে অন্য রকম অভ্যর্থনা পেলেন এনসিপির নেত্রী ডা. তাসনীম জারা। ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজবাড়ী শহরে পথসভা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শহরের ১ নম্বর রেলগেট এলাকার শহীদ স্মৃতিস্তম্ভের সামনে আয়োজিত এ পথসভায় কয়েক হাজার মানুষ অংশ নেন।
সভায় দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন। এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও রাজবাড়ী জেলার সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত খালেদ সাইফুল্লাহ সভায় সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি ছিলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। এ ছাড়া এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনীম জারা উপস্থিত ছিলেন। তিনি খালেদ সাইফুল্লাহর স্ত্রী। খালেদ সাইফুল্লাহর বাবার বাড়ি রাজবাড়ীতে।
পথসভা সঞ্চালনা করেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বক্তব্য শুরুর আগে তাসনীম জারার জন্য ‘ভাবি ভাবি’ স্লোগান দেওয়ার আহ্বান জানান। নেতা-কর্মীদের স্বতঃস্ফূর্ত সাড়ায় সারজিস আলম বলেন, ‘আমাদের সেরা কোনো ভাবি আছেন? অক্সফোর্ডের কোনো ভাবি আছেন? মেডিকেলের কোনো ভাবি আছেন? সেই ভাবি—জোরে বলুন, আরও জোরে, সবার ভাবি, রাজবাড়ীর জারা ভাবি।’ এ সময় সভাস্থল স্লোগানে মুখরিত হয়ে ওঠে।
তাসনীম জারা তাঁর বক্তব্যে বলেন, ‘আমি রাজবাড়ীর পুত্রবধূ। আমার শ্বশুরবাড়ি রাজবাড়ী, মানে আমার বাড়ি রাজবাড়ী। সেই সুবাদে রাজবাড়ীতে আমার আসা–যাওয়া আছে। রাজবাড়ী ভালো মানুষের এলাকা। এই জেলা সবকিছু থেকে বঞ্চিত। রাজবাড়ীবাসী আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন। আমি তাঁদের ভালোবাসায় অভিভূত।’
রাজবাড়ীর স্বাস্থ্যব্যবস্থার দুরবস্থা তুলে ধরে তাসনীম জারা বলেন, ‘জাতীয় নাগরিক পার্টি এসব সমস্যা দূর করতে চায়।’ তিনি সংবিধান সংশোধন প্রসঙ্গে বলেন, ‘যে সংবিধানে প্রধানমন্ত্রীর ক্ষমতা থাকে সর্বময়, রাষ্ট্রের বাহিনী দিয়ে মানুষকে গুম করতে পারে, খুন করতে পারে, ওই সংবিধান আমরা রাখব না। সংবিধান হবে সব নাগরিকের।’
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়কারী হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনসহ জেলা ও উপজেলার কয়েক হাজার নেতা-কর্মী। পদযাত্রা শেষে নেতারা মানিকগঞ্জের উদ্দেশে রওনা হন।
রাজবাড়ীতে গিয়ে অন্য রকম অভ্যর্থনা পেলেন এনসিপির নেত্রী ডা. তাসনীম জারা। ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজবাড়ী শহরে পথসভা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শহরের ১ নম্বর রেলগেট এলাকার শহীদ স্মৃতিস্তম্ভের সামনে আয়োজিত এ পথসভায় কয়েক হাজার মানুষ অংশ নেন।
সভায় দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন। এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও রাজবাড়ী জেলার সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত খালেদ সাইফুল্লাহ সভায় সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি ছিলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। এ ছাড়া এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনীম জারা উপস্থিত ছিলেন। তিনি খালেদ সাইফুল্লাহর স্ত্রী। খালেদ সাইফুল্লাহর বাবার বাড়ি রাজবাড়ীতে।
পথসভা সঞ্চালনা করেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বক্তব্য শুরুর আগে তাসনীম জারার জন্য ‘ভাবি ভাবি’ স্লোগান দেওয়ার আহ্বান জানান। নেতা-কর্মীদের স্বতঃস্ফূর্ত সাড়ায় সারজিস আলম বলেন, ‘আমাদের সেরা কোনো ভাবি আছেন? অক্সফোর্ডের কোনো ভাবি আছেন? মেডিকেলের কোনো ভাবি আছেন? সেই ভাবি—জোরে বলুন, আরও জোরে, সবার ভাবি, রাজবাড়ীর জারা ভাবি।’ এ সময় সভাস্থল স্লোগানে মুখরিত হয়ে ওঠে।
তাসনীম জারা তাঁর বক্তব্যে বলেন, ‘আমি রাজবাড়ীর পুত্রবধূ। আমার শ্বশুরবাড়ি রাজবাড়ী, মানে আমার বাড়ি রাজবাড়ী। সেই সুবাদে রাজবাড়ীতে আমার আসা–যাওয়া আছে। রাজবাড়ী ভালো মানুষের এলাকা। এই জেলা সবকিছু থেকে বঞ্চিত। রাজবাড়ীবাসী আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন। আমি তাঁদের ভালোবাসায় অভিভূত।’
রাজবাড়ীর স্বাস্থ্যব্যবস্থার দুরবস্থা তুলে ধরে তাসনীম জারা বলেন, ‘জাতীয় নাগরিক পার্টি এসব সমস্যা দূর করতে চায়।’ তিনি সংবিধান সংশোধন প্রসঙ্গে বলেন, ‘যে সংবিধানে প্রধানমন্ত্রীর ক্ষমতা থাকে সর্বময়, রাষ্ট্রের বাহিনী দিয়ে মানুষকে গুম করতে পারে, খুন করতে পারে, ওই সংবিধান আমরা রাখব না। সংবিধান হবে সব নাগরিকের।’
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়কারী হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনসহ জেলা ও উপজেলার কয়েক হাজার নেতা-কর্মী। পদযাত্রা শেষে নেতারা মানিকগঞ্জের উদ্দেশে রওনা হন।
গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ঘিরে হামলা ও সংঘর্ষের ঘটনায় মারা যাওয়া পঞ্চম ব্যক্তি ছিলেন রিকশাচালক। তাঁর নাম রমজান মুন্সি (৩২)। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। গত বুধবারের ওই ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে হামল
২৫ মিনিট আগেনওগাঁর মান্দায় এক ব্যবসায়ীর ওপর হামলা চালিয়ে সাড়ে ৬ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার সতিহাট ধানহাটির পশ্চিম পাশের মোড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আহত ব্যবসায়ীর নাম মানিক চন্দ্র সরকার (৪৫)।
১ ঘণ্টা আগেনওগাঁর নিয়ামতপুরে ওয়াহেদ মন্ডল (৬৫) নামের এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার পাঁড়ইল ইউনিয়নের বাজে রাউতাল গ্রামে এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেচট্টগ্রাম নগরীতে সকালে বাসা থেকে বেরোনোর পর দুপুরে নালা থেকে মো. মামুন (৩৭) নামের এক রিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে নগরের খুলশী থানার টাইগারপাস মোড়ে নালা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে