Ajker Patrika

কেরানীগঞ্জে অন্তঃসত্ত্বা নারীকে দল বেঁধে ধর্ষণ, গ্রেপ্তার ২

ঢামেক প্রতিবেদক
আপডেট : ০৯ মার্চ ২০২৫, ১৬: ২৪
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে এক অন্তঃসত্ত্বা নারীকে দল বেঁধে ধর্ষণের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাতে পাঁচগাও ঋষিপাড়া নয়াবাড়ী এলাকার পরিত্যক্ত বাড়িতে এ ঘটনা ঘটে। ধর্ষণের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ রোববার বেলা ১১টার দিকে পরীক্ষা-নিরীক্ষার জন্য ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ওই নারী চাঁদপুর জেলার মতলব উপজেলার বাসিন্দা। তিনি চার মাসের অন্তঃসত্ত্বা। গতকাল শনিবার স্বামীর সঙ্গে অভিমান করে বাড়ি থেকে লঞ্চে ঢাকার সদরঘাটে আসেন ওই নারী। সেখান থেকে তিনি কেরানীগঞ্জের পথে রওনা দেন। রাত আনুমানিক ১০টার দিকে তিনি ইকুরিয়ায় পৌঁছান।

তিনি বলেন, সেখানে ওই দুই যুবকের সঙ্গে তাঁর দেখা হয়। রাত হয়ে গেছে বলে আশ্রয় দেওয়ার নাম করে পরিত্যক্ত এক বাড়িতে নিয়ে যান তাঁরা। সেখানে আরও দুজন আগে থেকেই ছিলেন। তিনজন ওই নারীকে পালাক্রমে ধর্ষণ করেন। এর মধ্যে ওই নারীর চিৎকারে আশপাশের মানুষ জড়ো হয়ে দুজনকে ধরে পুলিশে সোপর্দ করে। কিন্তু বাকি দুজন পালিয়ে যান।

এ ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে বলে জানান ওসি মাজহারুল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গলাধাক্কার পর ছোট্ট মেয়েটিকে লাঠি দিয়ে পেটালেন কফিশপের কর্মচারী

বিশ্বব্যাংকে সিরিয়ার ঋণ পরিশোধ করে দিচ্ছে সৌদি আরব

মাত্র তিনজনের জন্য লাখ লাখ মানুষ মরছে, কাদের কথা বললেন ট্রাম্প

জুয়ার বিজ্ঞাপনের প্রচার: আলোচিত টিকটকার জান্নাতের স্বামী তোহা কারাগারে

‘চরিত্র হননের চেষ্টা’: গ্রেপ্তারি পরোয়ানার পর দুদককে পাল্টা আক্রমণ টিউলিপের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত