Ajker Patrika

সিরাজদিখানে কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষে অটোরিকশার ১ যাত্রী নিহত

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩, ১৫: ০৫
সিরাজদিখানে কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষে অটোরিকশার ১ যাত্রী নিহত

মুন্সিগঞ্জের সিরাজদিখানে কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অটোরিকশার অপর দুই যাত্রী। আজ রোববার সকালে উপজেলার বালুচর ইউনিয়নের বেতকা-তেঘরিয়া সড়কের কালিনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. ওহাব খান সুমন (৫০) জেলার গজারিয়া উপজেলার ইসমানিরচর গ্রামের মৃত হাজি মোবারক আলীর ছেলে। গুরুতর আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে পুলিশ গিয়ে কাভার্ড ভ্যান ও অটোরিকশা আটক করেছে।

এ বিষয়ে জানতে চাইলে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজাহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ঢাকা মেট্রো-অ-১১-৫৪৭১ কাভার্ড ভ্যানটি বেতকা থেকে ঢাকার দিকে যাচ্ছিল। আর মুন্সিগঞ্জ-থ-১১ অটোরিকশাটি বেতকার দিকে যাচ্ছিল। সকাল সাড়ে ৭টার দিকে কালীনগর এলাকায় গাড়ি দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই একজন মারা যান। আহত হন অটোরিকশার অপর দুই যাত্রী। দুটি গাড়িই জব্দ করা হয়েছে। আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত