Ajker Patrika

পিডিবির সাবেক প্রধান প্রকৌশলী শহীদুলের ৬ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ফাইল ছবি
ফাইল ছবি

সম্পদের তথ্য গোপন ও অবৈধ উপায়ে সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সাবেক প্রধান প্রকৌশলী শহীদুল আলমকে ছয় বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

আজ রোববার ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক মো. জাকারিয়া হোসেন এ রায় দেন বলে নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম।

তিনি জানান, সম্পদের তথ্য গোপনের দায়ে দুদক আইনের ২৬(২) ধারায় শহীদুল আলমকে তিন বছরের সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অবৈধ উপায়ে সম্পদ অর্জনের দায়েও তাঁকে একই সাজা দেওয়া হয়।

আদালত তাঁর অবৈধ উপায়ে অর্জিত সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার আদেশ দেন বলে জানান দুদকের এই কর্মকর্তা।

রায়ে বলা হয়, দুই ধারায় সাজা একত্রে চলবে বিধায় শহীদুল আলমকে তিন বছরের সাজা ভোগ করতে হবে। তিনি জেলহাজতে থাকায় ফৌজদারি কার্যবিধির ৩৫৭ ধারা অনুযায়ী এই সময়সীমা মূল সাজার মেয়াদ থেকে বাদ যাবে।

রায় ঘোষণার সময় শহীদুল আলম আদালতে উপস্থিত ছিলেন। ঘোষণা শেষে তাঁকে কারাগারে পাঠানো হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সরকারি দায়িত্ব পালনকালে সম্পদের তথ্য বিবরণীতে ২৪ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকার তথ্য গোপন করেন শহীদুল আলম। এই সম্পদ অবৈধভাবে অর্জনের অভিযোগে তাঁর বিরুদ্ধে ২০১৭ সালের ২৫ অক্টোবর রাজধানীর রমনা থানায় মামলা করেন দুদকের তৎকালীন উপপরিচালক এস এম এম আখতার হামিদ ভূঁইয়া।

তদন্ত শেষে ২০১৮ সালের ১৪ নভেম্বর শহীদুল আলমকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ও বাদী এস এম এম আখতার হামিদ।

পরের বছরের ২৫ জুন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। বিচার চলাকালে ১৩ জনের সাক্ষ্য নেওয়া শেষে আজ রায় দিলেন আদালত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত