Ajker Patrika

সাঁতার না জেনে সমুদ্রে গোসল, ডুবতে থাকা দুই পর্যটক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৭ মে ২০২৩, ১৮: ১৭
সাঁতার না জেনে সমুদ্রে গোসল, ডুবতে থাকা দুই পর্যটক উদ্ধার

কুয়াকাটা সমুদ্রসৈকতে গোসল করতে নেমে সাগরের স্রোতের টানে ডুবতে থাকা দুই পর্যটককে উদ্ধার করেছে ট্যুরিস্ট পুলিশ। পরে তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। উদ্ধার হওয়া দুই পর্যটক হলেন ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার বাসিন্দা ও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. রাশিক (২৭) এবং কুড়িল বিশ্বরোড এলাকার বাসিন্দা মেজবাহ উদ্দিন তালুকদার (২৮)। বর্তমানে তাঁরা সুস্থ আছেন।

আজ শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ট্যুরিস্ট পুলিশের সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া ফারজানা।

নাদিয়া ফারজানা বলেন, ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে কুয়াকাটা সমুদ্রসৈকতে ঘুরতে যান দুই পর্যটক। তাঁরা আজ শনিবার দুপুর ১২টার দিকে গোসল করতে নামেন। কিন্তু সাঁতার না জানার কারণে সমুদ্রের প্রবল জোয়ারের টানে তাঁরা সাগরের কিনারা থেকে বেশ দূরে চলে যান। বিষয়টি কর্মরত ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন ও সৈকতের স্বেচ্ছাসেবীদের নজরে আসে। ডুবতে থাকা দুই পর্যটক হাত উঁচিয়ে সাহায্য চাইতে থাকায় তাঁদের উদ্ধারে ট্যুরিস্ট পুলিশ ও স্বেচ্ছাসেবী উদ্ধারকর্মী লিটন, ফেরদৌস, রাব্বানী দ্রুত ওয়াটার বাইক দিয়ে তাঁদের উদ্ধার করেন। পরে তাঁদের আহত অবস্থায় তুলাতলি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। 

নাদিয়া ফারজানা আরও বলেন, হাসপাতালে ভর্তি করার পর দুই পর্যটকের অবস্থা ভালো। তাঁরা সুস্থ অবস্থায় হাসপাতালে আছেন। দ্রুত উদ্ধার করায় কর্তব্যরত ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের কর্মকর্তাদের প্রতি ধন্যবাদ জানিয়েছে দুই পর্যটকের পরিবার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত