আজাদুল আদনান, ঢাকা
রাজধানীর আটটি কেন্দ্রে তৃতীয় দিনের মতো চলছে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান। গত দুই দিনে টিকাদানে নানা অব্যবস্থাপনা থাকলেও আজ নির্বিঘ্নে টিকা নিতে পেরেছে শিক্ষার্থীরা। টিকা পেয়ে উচ্ছ্বসিত তারা। তবে অধিকাংশ কেন্দ্রে বসার জায়গা না থাকায় ভোগান্তিতে পড়েছেন অভিভাবকেরা। সকাল থেকে বেলা ২টা পর্যন্ত ঘুরে তিনটি কেন্দ্রে এমন চিত্রই পাওয়া গেছে।
বেলা ১১টার দিকে বসুন্ধরার হার্ডকো ইন্টারন্যাশনাল স্কুলে গিয়ে দেখা যায় সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে টিকার অপেক্ষায় শিক্ষার্থীরা। বিশাল মাঠের এক পাশে ছেলেরা, অন্য পাশে মেয়েরা।
স্বেচ্ছাসেবকদের পাশাপাশি শিক্ষকেরাও দিকনির্দেশনা দিচ্ছেন। নিবন্ধন প্রক্রিয়া যাচাই করে ভেতরে পাঠানো হচ্ছে। দোতলায় মেয়েদের, তৃতীয়তলায় দেওয়া হচ্ছে ছেলেদের টিকা।
এই কেন্দ্রে আজ রওশান আরা বালিকা উচ্চবিদ্যালয়, আব্দুল খালেক মোমেন উচ্চবিদ্যালয়, খিলাড়ির টেক ইসলামিয়া উচ্চবিদ্যালয়, এ কে এম রহমত উল্লাহ কলেজ ও মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের টিকা দেওয়া হচ্ছে। পাঁচটি প্রতিষ্ঠানকে দুই শিফটে ভাগ করা হয়েছে। এর মধ্যে প্রথম চারটিকে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত টিকা দেওয়া হয়। সাড়ে ১২টা থেকে শুরু হয় দ্বিতীয় শিফটে বাকি একটি প্রতিষ্ঠানের টিকাদান। শেষ শিফটেই টিকা পাবে ১ হাজার শিক্ষার্থী। সব মিলিয়ে গতকালের ন্যায় আজও এই কেন্দ্রে ২ হাজার শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে।
লাইনে দাঁড়িয়ে টিকার অপেক্ষায় মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলের এবারের এসএসসি পরীক্ষার্থী মাহির ফয়সাল। এই শিক্ষার্থী বলে, `টিকা পাওয়া নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। স্যারেরা আমাদের টিকার ব্যবস্থা করেছেন। স্বাস্থ্যবিধি মেনে সবাই টিকা নিতে এসেছি। তবে আসতে কষ্ট হয়েছে। নিজ প্রতিষ্ঠানে দিলে ভালো হতো।'
রওশন আরা বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, `গতকালই আমাকে জানানো হয়েছে। পরে দ্রুত নিবন্ধন করে ৫৭২ জনকে আজ টিকার জন্য আনা হয়েছে। এত তাড়াহুড়ো না করে ধীরে ধীরে দিলে ভালো হতো। অনেকেই নিবন্ধন করতে পারেনি। যে তালিকা দিয়েছি আমরা, সেখান থেকে অনেকে বাদ পড়েছে।'
বাড্ডা থানা একাডেমিক সুপারভাইজার আব্দুল মোমেন আজকের পত্রিকাকে বলেন, ব্যবস্থাপনায় ত্রুটি থাকায় গতকাল কিছুটা সমস্যা হয়েছে। তবে আজ সবকিছু গোছালো রয়েছে। ১০টি বুথে ২ হাজার শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে।
স্বাস্থ্যমন্ত্রী ৫ হাজার করে টিকা দেওয়ার কথা বলেছিলেন। সে অনুযায়ী না হওয়ার কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সেটি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরে কথা হয়েছে। এটি করতে হলে লোকবল ও বুথের সংখ্যা বাড়াতে হবে। আজ সবকিছু ভালোভাবে শেষ হলে কাল থেকেই লক্ষ্যমাত্রা অনুযায়ী টিকা দেওয়া সম্ভব।
এদিকে মিরপুর কমার্স কলেজে টিকাদানে শৃঙ্খলা দেখা গেলেও চরম বিড়ম্বনায় পড়েছেন অভিভাবকেরা। কেন্দ্রের ভেতরে ঢুকতে না দেওয়ায় তপ্ত রোদ মাথায় নিয়েই রাস্তায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে তাঁদের।
কল্যাণপুর সেন্ট জোসেফ হাইস্কুলের শিক্ষার্থী আবিরকে নিয়ে এসেছেন তার মা। এই অভিভাবক বলেন, `একসঙ্গে সবার টিকা দেওয়া হচ্ছে, অথচ কোনো নিয়ম নেই। স্কুল থেকে শিক্ষার্থীদের আনা হলে এমনটা ভোগান্তি হতো না। এখন রোদে দাঁড়িয়ে আছি। আমার মতো শত শত অভিভাবক এমন বিড়ম্বনার শিকার।'
এদিকে চিটাগং গ্রামার স্কুলে টিকার লাইনে দাঁড়িয়ে থেকে মাথা ঘুরে পড়ে যায় এক শিক্ষার্থী। বিশ্রাম দেওয়ার পর সুস্থ হলে টিকা দেওয়া হয় তাকে।
রাজধানীর আটটি কেন্দ্রে তৃতীয় দিনের মতো চলছে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান। গত দুই দিনে টিকাদানে নানা অব্যবস্থাপনা থাকলেও আজ নির্বিঘ্নে টিকা নিতে পেরেছে শিক্ষার্থীরা। টিকা পেয়ে উচ্ছ্বসিত তারা। তবে অধিকাংশ কেন্দ্রে বসার জায়গা না থাকায় ভোগান্তিতে পড়েছেন অভিভাবকেরা। সকাল থেকে বেলা ২টা পর্যন্ত ঘুরে তিনটি কেন্দ্রে এমন চিত্রই পাওয়া গেছে।
বেলা ১১টার দিকে বসুন্ধরার হার্ডকো ইন্টারন্যাশনাল স্কুলে গিয়ে দেখা যায় সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে টিকার অপেক্ষায় শিক্ষার্থীরা। বিশাল মাঠের এক পাশে ছেলেরা, অন্য পাশে মেয়েরা।
স্বেচ্ছাসেবকদের পাশাপাশি শিক্ষকেরাও দিকনির্দেশনা দিচ্ছেন। নিবন্ধন প্রক্রিয়া যাচাই করে ভেতরে পাঠানো হচ্ছে। দোতলায় মেয়েদের, তৃতীয়তলায় দেওয়া হচ্ছে ছেলেদের টিকা।
এই কেন্দ্রে আজ রওশান আরা বালিকা উচ্চবিদ্যালয়, আব্দুল খালেক মোমেন উচ্চবিদ্যালয়, খিলাড়ির টেক ইসলামিয়া উচ্চবিদ্যালয়, এ কে এম রহমত উল্লাহ কলেজ ও মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের টিকা দেওয়া হচ্ছে। পাঁচটি প্রতিষ্ঠানকে দুই শিফটে ভাগ করা হয়েছে। এর মধ্যে প্রথম চারটিকে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত টিকা দেওয়া হয়। সাড়ে ১২টা থেকে শুরু হয় দ্বিতীয় শিফটে বাকি একটি প্রতিষ্ঠানের টিকাদান। শেষ শিফটেই টিকা পাবে ১ হাজার শিক্ষার্থী। সব মিলিয়ে গতকালের ন্যায় আজও এই কেন্দ্রে ২ হাজার শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে।
লাইনে দাঁড়িয়ে টিকার অপেক্ষায় মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলের এবারের এসএসসি পরীক্ষার্থী মাহির ফয়সাল। এই শিক্ষার্থী বলে, `টিকা পাওয়া নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। স্যারেরা আমাদের টিকার ব্যবস্থা করেছেন। স্বাস্থ্যবিধি মেনে সবাই টিকা নিতে এসেছি। তবে আসতে কষ্ট হয়েছে। নিজ প্রতিষ্ঠানে দিলে ভালো হতো।'
রওশন আরা বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, `গতকালই আমাকে জানানো হয়েছে। পরে দ্রুত নিবন্ধন করে ৫৭২ জনকে আজ টিকার জন্য আনা হয়েছে। এত তাড়াহুড়ো না করে ধীরে ধীরে দিলে ভালো হতো। অনেকেই নিবন্ধন করতে পারেনি। যে তালিকা দিয়েছি আমরা, সেখান থেকে অনেকে বাদ পড়েছে।'
বাড্ডা থানা একাডেমিক সুপারভাইজার আব্দুল মোমেন আজকের পত্রিকাকে বলেন, ব্যবস্থাপনায় ত্রুটি থাকায় গতকাল কিছুটা সমস্যা হয়েছে। তবে আজ সবকিছু গোছালো রয়েছে। ১০টি বুথে ২ হাজার শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে।
স্বাস্থ্যমন্ত্রী ৫ হাজার করে টিকা দেওয়ার কথা বলেছিলেন। সে অনুযায়ী না হওয়ার কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সেটি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরে কথা হয়েছে। এটি করতে হলে লোকবল ও বুথের সংখ্যা বাড়াতে হবে। আজ সবকিছু ভালোভাবে শেষ হলে কাল থেকেই লক্ষ্যমাত্রা অনুযায়ী টিকা দেওয়া সম্ভব।
এদিকে মিরপুর কমার্স কলেজে টিকাদানে শৃঙ্খলা দেখা গেলেও চরম বিড়ম্বনায় পড়েছেন অভিভাবকেরা। কেন্দ্রের ভেতরে ঢুকতে না দেওয়ায় তপ্ত রোদ মাথায় নিয়েই রাস্তায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে তাঁদের।
কল্যাণপুর সেন্ট জোসেফ হাইস্কুলের শিক্ষার্থী আবিরকে নিয়ে এসেছেন তার মা। এই অভিভাবক বলেন, `একসঙ্গে সবার টিকা দেওয়া হচ্ছে, অথচ কোনো নিয়ম নেই। স্কুল থেকে শিক্ষার্থীদের আনা হলে এমনটা ভোগান্তি হতো না। এখন রোদে দাঁড়িয়ে আছি। আমার মতো শত শত অভিভাবক এমন বিড়ম্বনার শিকার।'
এদিকে চিটাগং গ্রামার স্কুলে টিকার লাইনে দাঁড়িয়ে থেকে মাথা ঘুরে পড়ে যায় এক শিক্ষার্থী। বিশ্রাম দেওয়ার পর সুস্থ হলে টিকা দেওয়া হয় তাকে।
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতঘেঁষা মার্কেটটি একসময় টাইলস মার্কেট নামে পরিচিত ছিল। নিচতলায় রয়েছে ৪০-৫০টি দোকান। অনেক আগেই এই মার্কেটকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে কুয়াকাটা পৌরসভা কর্তৃপক্ষ। কিন্তু সে নিষেধাজ্ঞা উপেক্ষা করেই চলছে কার্যক্রম। শুধু তা-ই নয়, সৈকত দখল করে মার্কেটটি সম্প্রসারণ করা হচ্ছে...
৫ ঘণ্টা আগেমৌলভীবাজারে মনু ও ধলাই নদীর ১৬টি প্রতিরক্ষা বাঁধসহ অন্যান্য ছোট নদীর অসংখ্য বাঁধ ভেঙে গত বছর জেলায় চার দফা বন্যা হয়েছে। বন্যায় ফসল ও ঘরবাড়ি হারিয়েছে হাজারো মানুষ। পানিবন্দী হয়ে পড়ে প্রায় চার লাখ মানুষ। ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল ৬০০ কোটি টাকার অধিক। এত কিছুর পরও জেলার অন্যতম প্রধান দুই নদীর প্রতিরক্ষা...
৫ ঘণ্টা আগেপার্বত্য চট্টগ্রামে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বৈসাবি ঘিরে পাহাড়ে উৎসবের আমেজ শুরু হয়েছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে খাগড়াছড়ি শহরের নারানখাইয়া এলাকায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের মাঠে ফিতা কেটে চার দিনব্যাপী উৎসবের উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান...
৬ ঘণ্টা আগেচলছে চৈত্রের দাবদাহ। বাজারে কদর বেড়েছে রসাল ফল আনারসের। বিশেষ করে কদর বেড়েছে খাগড়াছড়ির বিভিন্ন পাহাড়ে উৎপাদিত আনারসের। কিন্তু আগেভাগে বাজারজাত করা এবং বেশি মুনাফার আশায় আনারসে মাত্রাতিরিক্ত ইথোফেন হরমোন প্রয়োগ করছেন চাষিরা। এতে স্বাস্থ্যঝুঁকির শঙ্কা তৈরি হয়েছে। তবে কৃষিবিদদের দাবি, পরিপক্ব ফল...
৬ ঘণ্টা আগে