Ajker Patrika

নববর্ষের উৎসবে বাধা নেই, তবে বিশৃঙ্খলা যেন না হয়: র‍্যাব ডিজি

নিজস্ব প্রতিবেদক ঢাকা
নববর্ষের উৎসবে বাধা নেই, তবে বিশৃঙ্খলা যেন না হয়: র‍্যাব ডিজি

নববর্ষের উৎসবে কোনো প্রকার বাধা নেই আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। তবে উৎসবের নামে নগরবাসীর কোনো  অসুবিধা যাতে না হয়, সেই দিকে খেয়াল রাখার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। 

আজ শুক্রবার রাত ১১টা ৪৫ মিনিটে নববর্ষের অনুষ্ঠান ঘিরে নিরাপত্তা পরিদর্শনে এসে গুলশান-২ নম্বর চত্বরে গণমাধ্যমকে তিনি এমনটি জানিয়েছেন।  

তিনি বলেন, সব আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে থার্টিফার্স্ট নাইটে রাজধানীর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি কূটনৈতিক পাড়াসহ বিশেষ গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে। 

এখন পর্যন্ত জঙ্গি হামলার কোনো  তথ্য আমাদের কাছে নেই। তারপরেও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‍্যাব প্রস্তুত রয়েছে। এ ছাড়া যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে র‍্যাবের হেলিকপ্টার টিম, বোম ডিসপোজাল টিমসহ সব ধরনের প্রস্তুতি রাখা রয়েছে। 

নিরাপত্তা পরিদর্শনে এসে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় শেষে দেশবাসীকে হ্যাপি নিউ ইয়ার এর শুভেচ্ছা জানান র‍্যাবের ডিজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

আক্কেলপুরে পুলিশের মোটরসাইকেলের ধাক্কায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রী নিহত

আপিল বিভাগে ঝুলে আছে আবেদন, এখনো কনডেম সেলে অনেকে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত