অনলাইন ডেস্ক
রেলওয়ে প্রকল্পের মাধ্যমে নিয়োগ পাওয়া গেটকিপাররা বকেয়া বেতন ও চাকরি স্থায়ীকরণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন। আজ রোববার সকাল ৯টা থেকে রেলপথ মন্ত্রণালয়ের সামনে প্রায় ২৫০ জন গেটকিপার এ কর্মসূচিতে অংশ নেন।
গেটকিপাররা জানিয়েছেন, সাত-আট মাস যাবৎ তাঁরা বেতন পান না। অসংখ্যবার তাঁরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে স্মারকলিপির মাধ্যমে জানিয়েছেন বিষয়টি। কিন্তু কর্তৃপক্ষের কোনো সাড়া না পেয়ে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছেন।
আজ রোববার সকাল ৯টা থেকে রেলপথ মন্ত্রণালয়ের সামনে অবস্থান নিয়েছেন প্রকল্পের গেটকিপাররা। অবস্থান কর্মসূচিতে প্রায় ২৫০ জনের মতো কর্মী অবস্থান নিয়েছেন। কর্মসূচি থেকে তাঁরা নিয়োগ কমিটির সদস্যসচিব মইনুল ইসলামের পদত্যাগ দাবিও করেন।
গেটকিপার মনিরুল ইসলাম বলেন, ‘২০১৮ সালে আমাদের নিয়োগ দেওয়া হয়। আমরা বর্তমানে পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলে দায়িত্ব পালন করছি। এত দিন পেরিয়ে গেলেও আমাদের চাকরি স্থায়ী করা হয়নি। সাত-আট মাস ধরে আমাদের বেতন বন্ধ রয়েছে। গত আট মাসে জানিয়েছে আমাদের বেতন চলমান থাকবে। কিন্তু আমাদের বেতন চলমান হয় নাই। আমরা বেতনের দাবিতে এখানে এসেছি। এ ছাড়া আমাদের সরাসরি নিয়োগের মাধ্যমে ১ হাজার ৫০৫ জনের রাজস্ব চাই।’
অন্যরা বলছেন, ‘আমাদের রাজস্বতে নেওয়ার জন্য বারবার আশ্বাস দেওয়া হয়েছে। আমরা বারবার তাদের কাছে এসেছি। কিন্তু তারা আমাদের কথা শুনছেন না। আট মাস যাবৎ আমাদের বেতন বন্ধ। একটা অসহায় পরিবার বেতন ছাড়া কীভাবে চলবে? এই বিষয়টি রেলভবনে আমাদের যারা অভিভাবক, তারা কখনো উপলব্ধি করে নাই।’
গেটকিপাররা অভিযোগ করেন, ‘কর্মস্থলে পানি, বিদ্যুৎ বা টয়লেটের কোনো ব্যবস্থা নেই। এমন অবস্থায় কাজ করা কঠিন। আমাদের কাজের পরিবেশ উন্নত করতে হবে।’
গেটকিপারদের দাবি, তাঁদের বেতন দ্রুত পরিশোধ ও চাকরি স্থায়ীকরণের পাশাপাশি কর্মপরিবেশ উন্নত করার উদ্যোগ নেওয়া হোক।
রেলওয়ে প্রকল্পের মাধ্যমে নিয়োগ পাওয়া গেটকিপাররা বকেয়া বেতন ও চাকরি স্থায়ীকরণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন। আজ রোববার সকাল ৯টা থেকে রেলপথ মন্ত্রণালয়ের সামনে প্রায় ২৫০ জন গেটকিপার এ কর্মসূচিতে অংশ নেন।
গেটকিপাররা জানিয়েছেন, সাত-আট মাস যাবৎ তাঁরা বেতন পান না। অসংখ্যবার তাঁরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে স্মারকলিপির মাধ্যমে জানিয়েছেন বিষয়টি। কিন্তু কর্তৃপক্ষের কোনো সাড়া না পেয়ে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছেন।
আজ রোববার সকাল ৯টা থেকে রেলপথ মন্ত্রণালয়ের সামনে অবস্থান নিয়েছেন প্রকল্পের গেটকিপাররা। অবস্থান কর্মসূচিতে প্রায় ২৫০ জনের মতো কর্মী অবস্থান নিয়েছেন। কর্মসূচি থেকে তাঁরা নিয়োগ কমিটির সদস্যসচিব মইনুল ইসলামের পদত্যাগ দাবিও করেন।
গেটকিপার মনিরুল ইসলাম বলেন, ‘২০১৮ সালে আমাদের নিয়োগ দেওয়া হয়। আমরা বর্তমানে পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলে দায়িত্ব পালন করছি। এত দিন পেরিয়ে গেলেও আমাদের চাকরি স্থায়ী করা হয়নি। সাত-আট মাস ধরে আমাদের বেতন বন্ধ রয়েছে। গত আট মাসে জানিয়েছে আমাদের বেতন চলমান থাকবে। কিন্তু আমাদের বেতন চলমান হয় নাই। আমরা বেতনের দাবিতে এখানে এসেছি। এ ছাড়া আমাদের সরাসরি নিয়োগের মাধ্যমে ১ হাজার ৫০৫ জনের রাজস্ব চাই।’
অন্যরা বলছেন, ‘আমাদের রাজস্বতে নেওয়ার জন্য বারবার আশ্বাস দেওয়া হয়েছে। আমরা বারবার তাদের কাছে এসেছি। কিন্তু তারা আমাদের কথা শুনছেন না। আট মাস যাবৎ আমাদের বেতন বন্ধ। একটা অসহায় পরিবার বেতন ছাড়া কীভাবে চলবে? এই বিষয়টি রেলভবনে আমাদের যারা অভিভাবক, তারা কখনো উপলব্ধি করে নাই।’
গেটকিপাররা অভিযোগ করেন, ‘কর্মস্থলে পানি, বিদ্যুৎ বা টয়লেটের কোনো ব্যবস্থা নেই। এমন অবস্থায় কাজ করা কঠিন। আমাদের কাজের পরিবেশ উন্নত করতে হবে।’
গেটকিপারদের দাবি, তাঁদের বেতন দ্রুত পরিশোধ ও চাকরি স্থায়ীকরণের পাশাপাশি কর্মপরিবেশ উন্নত করার উদ্যোগ নেওয়া হোক।
নেত্রকোনায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক যুবকের মৃত্যু হয়েছে। তাঁর বয়স আনুমানিক ৩০ বছর বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ। আজ শুক্রবার ভোররাত পৌনে ৫টার দিকে জেলা সদরের রাজুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৮ মিনিট আগেবরিশালের আগৈলঝাড়ার বর্ষা মৌসুমে চলাচল, জীবিকা ও পণ্য পরিবহনের অন্যতম বাহন হচ্ছে নৌকা। বর্ষায় চলাচলের জন্য নৌকা কেনেন নিম্নাঞ্চলের লোকজন। জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত এলাকার জেলেদের মাছ ধরতে ও যাতায়াতের জন্য ডিঙিনৌকা দরকার হয়। সব মিলিয়ে বর্ষা মৌসুম এলে এখানে বেড়ে যায় নৌকার কদর।
১০ মিনিট আগেবগুড়ার শেরপুর উপজেলার পাণ্ডুরা গ্রামে চাচা-ভাতিজার ওপর সংঘবদ্ধ হামলা ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মোছা. লাবলী খাতুন (৩৮) উপজেলার কুসুম্বি ইউনিয়নের মালিহাটা গ্রামের বাবুল হোসেনের স্ত্রী।
২৫ মিনিট আগেফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের লিফটের নিচে এক রোগীর অর্ধগলিত লাশ পাওয়া গেছে। পুলিশ আজ শুক্রবার দুপুর ১২টার দিকে হাসপাতালের ১০ তলা ভবনের ২ নম্বর লিফটের নিচ থেকে লাশটি উদ্ধার করে। নিহত ব্যক্তির নাম রাজু মাতুব্বর (৪২)। তিনি বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের রামনগর গ্রামের মৃত শহীদ মাতুব্বরের ছেলে।
২৫ মিনিট আগে