Ajker Patrika

মাদারীপুরের জেলা জজকে হাইকোর্টে তলব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মাদারীপুরের জেলা জজকে হাইকোর্টে তলব

ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনের মামলার প্রধান আসামিকে জামিন দেওয়ায় মাদারীপুরের জেলা জজ নিতাই চন্দ্র সাহাকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ১২ জানুয়ারি তাঁকে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। আজ বুধবার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. বদরুজ্জামানের বেঞ্চ এই আদেশ দেন। ওই মামলার অপর আসামি বিপ্লব মোল্লার জামিন শুনানিতে জেলা জজকে তলব করা হয়। 

জোরপূর্বক ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে গত বছরের ১৬ ফেব্রুয়ারি শিপন মোল্লা (৩২) ও বিপ্লব মোল্লার (২৮) বিরুদ্ধে ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা করেন এক নারী। মামলার পরদিন আসামিদের গ্রেপ্তার করা হয়। 

ওই মামলায় বিচারিক আদালতে জামিন না পেয়ে হাইকোর্টে আবেদন করেন বিপ্লব মোল্লা। শুনানির সময় বলা হয় মামলার প্রধান আসামি শিপন মোল্লাকে মাদারীপুরের জেলা জজ গত বছরের জুন মাসে জামিন দিয়েছেন। পরে আদালত জেলা জজকে তলব করেন। আর বিপ্লব মোল্লার জামিন শুনানির জন্য ওই দিন ধার্য করা হয়। 

রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি ব্যাপ্পী ও বিপ্লব মোল্লার পক্ষে ছিলেন আইনজীবী অলোক কুমার ভৌমিক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত