Ajker Patrika

এসএসসি পরীক্ষার্থীর অভিভাবকদের জন্য বসার ও খাবার পানির ব্যবস্থা করল ডিএনসিসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এসএসসি পরীক্ষার্থীর অভিভাবকদের জন্য বসার ও খাবার পানির ব্যবস্থা করল ডিএনসিসি

এসএসসি পরীক্ষার্থীদের সঙ্গে কেন্দ্রে আসা অভিভাবকদের জন্য বসার জায়গা ও খাবার পানির ব্যবস্থা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। একই সঙ্গে গরমের কষ্ট লাঘবে রোদ থেকে বাঁচাতে ছাউনির ব্যবস্থাও রাখা হয়েছে।

ডিএনসিসির আওতাধীন ১০টি অঞ্চলে প্রতিটিতে দুটি করে মোট ২০টি কেন্দ্রে এই বিশেষ উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে। ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ এক বিজ্ঞপ্তিতে জানান, ‘পরীক্ষার্থীরা হলে প্রবেশের পর অভিভাবকেরা কেন্দ্রের বাইরে দীর্ঘ সময় অপেক্ষা করেন। তাঁদের সুবিধার্থে আমরা বসার ও খাবার পানির ব্যবস্থা করেছি। রোদে কষ্ট না হয়, সে জন্য ছাউনির ব্যবস্থাও রেখেছি।’

তিনি আরও বলেন, অনেক পরীক্ষাকেন্দ্রে এমন ব্যবস্থা থাকে না, তাই ডিএনসিসি পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে, যেন অভিভাবকদের জন্য অপেক্ষার সময়টা কিছুটা হলেও স্বস্তিকর হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত