Ajker Patrika

সংসদ সদস্যের বাইসাইকেল চালানোর ছবি ভাইরাল

প্রতিনিধি, রাজবাড়ী
সংসদ সদস্যের বাইসাইকেল চালানোর ছবি ভাইরাল

আলহাজ্ব কাজী কেরামত আলী। বর্তমানে তিনি রাজবাড়ী-১ আসনের সাংসদ। জেলার অন্য নেতাদের থেকে একেবারে আলাদা তিনি। অনেকটা সাদামাটা। জেলার জনপ্রিয় এই নেতা রাজবাড়ী-১ আসন থেকে পাঁচ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। সেই সঙ্গে একবারের শিক্ষা প্রতিমন্ত্রীও ছিলেন।

গত কয়েক দিন ধরে ফেসবুকে তাঁর বাইসাইকেল চালানো একটি ছবি ছড়িয়ে পড়ে। ওই ছবিতে দেখা যায় তিনি সাধারণ মানুষের মতো বাইসাইকেল চালিয়ে যাচ্ছেন। মুহূর্তের মধ্যেই ভাইরাল হওয়া ওই ছবিতে শেয়ার, লাইক, কমেন্টের ঝড় ওঠে।

আবু বক্কর সিদ্দিক নামে আরেক ব্যক্তি তার ফেসবুক স্ট্যাটাসে বলেন, রাজবাড়ী জেলার ৫টি উপজেলা,৩টি পৌরসভা, ৪২ টি ইউনিয়ন ও ৪০৫টি ওয়ার্ডের তৃণমূলের প্রিয় মানুষ, সকল নেতা কর্মীদের দুঃসময়ের সারথি। একজন সাদা মনের নীর অহংকারি মানুষ, গোয়ালন্দ ও রাজবাড়ী সকল শ্রেণি পেশার মানুষের ভরসার স্থান সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী এম পি মহোদয়।

এ ছাড়া আশরাফ হোসেন, সিরাজুল ইসলামসহ আরও অনেকেই তার ছবি শেয়ার করেন এবং তাঁর প্রশংসা করেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত