Ajker Patrika

সিদ্ধিরগঞ্জ থেকে চুরি হওয়া বাস নরসিংদী থেকে জব্দ, গ্রেপ্তার ২ 

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
সিদ্ধিরগঞ্জ থেকে চুরি হওয়া বাস নরসিংদী থেকে জব্দ, গ্রেপ্তার ২ 

নরসিংদীর রায়পুরা থেকে চুরি হওয়া ঠিকানা পরিবহনের ১টি বাস জব্দ করেছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশ। এ সময় চুরির ঘটনায় জড়িত থাকা চোরচক্রের দুজন সদস্যকেও গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ইয়াউর রহমান। 

এর আগে রোববার (৭ এপ্রিল) দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশের একটি দল নরসিংদী জেলার রায়পুরা উপজেলার আলগী এলাকা থেকে বাসটি জব্দ করে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, নরসিংদী জেলার মো. স্বপন মিয়া (৪০) ও মো. রাসেল (২৫)। 

পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার বিকেল ৫টার দিকে ঠিকানা পরিবহনের (ঢাকা মেট্রো-ব ১৫-৩৭৪২) বাসটির চালক মো. আরিফ (৩৭) ট্রিপ শেষ করে প্রতিদিনের মতো সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডের দি সান পাম্পে পার্কিং করে যান। পরদিন সকাল ৬টার দিকে এসে দেখেন বাসটি যথাস্থানে নেই। অনেক খোঁজাখুঁজির পর বাসটি না পেয়ে গতকাল ৭ এপ্রিল বিকেলে বাসটির মালিক দিদারুল ইসলাম (৫১) বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেন। পরে তথ্য প্রযুক্তির মাধ্যমে ও নরসিংদীর রায়পুর থানার সহযোগিতায় সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশ বাসটি জব্দ করে এবং চোরদের গ্রেপ্তার করতে সক্ষম হয়। 

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, ‘ঠিকানা পরিবহনের বাসটির মালিক আমাদের থানায় একটি চুরির মামলা করেন। মামলার পরপরই আমরা রায়পুর থানা পুলিশের সহায়তায় বাসটি জব্দ করি এবং দুজন চোরকে গ্রেপ্তার করতে সক্ষম হই। আজ দুপুরে আসামিদের নারায়ণগঞ্জ আদালতে হাজির করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জীবন বিলিয়ে দিয়ে উত্তরার মাইলস্টোনের শিক্ষার্থীদের বাঁচালেন, কে এই মাহরীন চৌধুরী

প্রধানমন্ত্রী দলীয় প্রধান থাকতে পারবেন না, সনদে ‘নোট অব ডিসেন্ট’ দেওয়ার সুযোগ

পাচার করা ৭৮১ কোটি টাকা ফেরত দিতে চেয়েও জামিন পেলেন না নাসার চেয়ারম্যান নজরুল

মেয়ের কফিনে বাবার চুমু

মেয়েকে আনতে স্কুলে গিয়ে লাশ হয়ে ফিরলেন গাংনীর রজনী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত