Ajker Patrika

রাজধানীতে যৌথ বাহিনীর অভিযানে ২ সন্ত্রাসী ও এক মাদক কারবারি গ্রেপ্তার

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ১১ অক্টোবর ২০২৪, ১৬: ১২
Thumbnail image

রাজধানীর দুই এলাকায় অভিযান চালিয়ে চিহ্নিত দুজন সন্ত্রাসী ও একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। আজ শুক্রবার ভোর সাড়ে ৪টা থেকে ৫টা পর্যন্ত মিরপুর ও কাফরুল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন সন্ত্রাসী ও চাঁদাবাজ হিসেবে পরিচিত সোহরাব হোসেন স্বপন (৫৫) ও মাহবুব হাসান রিপন (৫০) এবং মাদক কারবারি কামরুল ইসলাম। গ্রেপ্তারের সময় কামরুলের কাছ থেকে ১৯৩টি ইয়াবা বড়ি, একটি দেশীয় ধারালো অস্ত্র ও নগদ ৬ হাজার টাকা জব্দ করা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের একজন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ‘জনসাধারণের অভিযোগের ভিত্তিতে মিরপুর ও কাফরুল এলাকায় অভিযান চালিয়ে কুখ্যাত সন্ত্রাসী ও চাঁদাবাজ সোহরাব হোসেন স্বপন ও মাহবুব হাসান রিপনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা আওয়ামী লীগ সরকারের আমলে মিরপুর ও কাফরুল এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ ও চাঁদাবাজি করতেন। তাঁদের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। পরে তাঁদের কাফরুল থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘আরেকটি অভিযানে মিরপুরে ৬০ ফিট রোড থেকে দেশীয় অস্ত্র ও ইয়াবা ট্যাবলেটসহ কামরুল ইসলাম নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ওই মাদক কারবারিকে মিরপুর মডেল থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’ 

এ বিষয়ে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী গোলাম মোস্তফা আজকের পত্রিকাকে বলেন, ‘গ্রেপ্তার স্বপন ও রিপনকে যাচাই-বাছাই করা হচ্ছে। প্রাথমিক তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

মাদক কারবারিকে গ্রেপ্তার প্রসঙ্গে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া কামরুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাঁকে আজ (শুক্রবার) আদালতে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত