Ajker Patrika

কেরানীগঞ্জে ৫৯ অবৈধ দখলদার উচ্ছেদ

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ০১ মে ২০২৩, ১০: ৩৯
কেরানীগঞ্জে ৫৯ অবৈধ দখলদার উচ্ছেদ

ঢাকার কেরানীগঞ্জে শুভাঢ্যা খালের অবৈধ দখলদার উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে কদমতলী খালপাড় থেকে বেগুনবাড়ী পর্যন্ত প্রায় আধা কিলোমিটার অংশে ছোট-বড় ৫৯টি অবৈধ টং দোকান উচ্ছেদ করা হয়। আজ রোববার বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলে এই অভিযান। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সল বিন করিম। 

এ সময় আরও উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আমেনা মারজান, ঢাকা জেলা দক্ষিণ ট্রাফিক বিভাগের পরিদর্শক পীযূষ কুমার মালো প্রমুখ। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সল বিন করিম আজকের পত্রিকাকে বলেন, শুভাঢ্যা খাল পুনর্খননে সরকার একটি প্রকল্প হাতে নিয়েছে। প্রকল্পের কাজ কিছুদিনের মধ্যেই শুরু হবে। তাই খালের দুই পাশের দখলদারদের উচ্ছেদে নোটিশ জারি করা হয়েছিল। নোটিশ পাওয়ার পরও যাঁরা অবৈধ স্থাপনা সরিয়ে নেননি, তাঁদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ৫৯টি অবৈধ টং দোকান উচ্ছেদ করা হয়। প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ইউএনও।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত