Ajker Patrika

নিজের নামে সেতুর নাম রাখলেন মেয়র তাপস, আরও ৩ অবকাঠামোর নাম পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৪ জুন ২০২৩, ১০: ১১
Thumbnail image

মাঠ, পার্কসহ চারটি অবকাঠামোর নাম পরিবর্তন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। মঙ্গলবার (১৩ জুন) সিটি করপোরেশনের সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত এক দপ্তর আদেশে নাম পরিবর্তনের এ তথ্য জানানো হয়।

করপোরেশনের দুটি পার্ক, নির্মিতব্য একটি সামাজিক অনুষ্ঠান কেন্দ্র ও একটি সেতুর নতুন নামকরণ করা হয়েছে। 

দাপ্তরিক আদেশে ১৭ নম্বর ওয়ার্ডের কলাবাগান মাঠসংলগ্ন পার্কের নাম পরিবর্তন করে শহীদ শেখ রাসেল শিশু পার্ক; ৪৮ নম্বর ওয়ার্ডের যাত্রাবাড়ী চৌরাস্তাসংলগ্ন পার্কের নাম শহীদ শেখ রাসেল পার্ক; ২৭ নম্বর ওয়ার্ডের ঢাকেশ্বরী মন্দিরের উল্টো দিকে খালি জায়গায় নির্মিতব্য কমিউনিটি সেন্টারের নাম বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল আজিজ সামাজিক অনুষ্ঠান কেন্দ্র এবং কামরাঙ্গীরচর (লোহারপুল) ব্রিজের জায়গায় নির্মিতব্য ছয় লেনের আধুনিক ব্রিজের নাম পরিবর্তন করে মেয়র শেখ তাপস সেতু নামকরণ করা হয়েছে।

সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা স্থাপনার নামকরণ সংবলিত নামফলক লাগানোর ব্যবস্থা গ্রহণ করবেন বলেও বিবৃতিতে জানানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত