Ajker Patrika

কুইক রেসপন্স টিম গঠন করেছে রেলপথ মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ২৮ এপ্রিল ২০২১, ১৭: ৪২
কুইক রেসপন্স টিম গঠন করেছে রেলপথ মন্ত্রণালয়

ঢাকা: করোনাভাইরাসে আক্রান্ত কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতার জন্য কুইক রেসপন্স টিম গঠন করেছে রেলপথ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের উপসচিব (প্রশাসন) মীর আলমগীর হোসেনকে প্রধান করে ছয় সদস্যের এ টিম গঠন করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন- রেলপথ মন্ত্রণালয়ের উপসচিব (উন্নয়ন) মো: আলী কবীর, সিনিয়র সহকারী সচিব (প্রশাসন) খোন্দকার মো: নাজমুল হুদা শামিম, সিনিয়র সহকারী সচিব (অডিট) সৈয়দ আহসান হাবিব, প্রশাসনিক কর্মকর্তা (প্রশাসন) মো: মাঈনউদ্দীন সরকার, অফিস সহকারী (প্রশাসন অধিশাখা) মোহাম্মদ আশরাফ হোসেন।

টিম লিডার মীর আলমগীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, 'রেলপথ মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা-কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হলে তাঁর পরিবারের সাথে যোগাযোগ করা হবে। প্রয়োজনে তাঁদের চাহিদার ভিত্তিতে খাদ্য, ঔষধ, চিকিৎসাসহ অন্যান্য বিষয়ে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।'

বর্তমানে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো:সেলিম রেজাসহ আরও একজন উপসচিব করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নিজ বাসায় আইসোলেশনে আছেন। তাঁদের দুজনের শারীরিক অবস্থা এখন ভালো বলে জানা গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত