ঢাবি প্রতিনিধি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহসমন্বয়ক খালিদ হাসান তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন। গত শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হল থেকে বের হন তিনি। এর পর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
খালিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আরবি বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী। তিনি শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক শিক্ষার্থী। তাঁর বাড়ি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায়।
হলের সিসিটিভি ফুটেজ থেকে জানা গেছে, খালিদ শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে হল থেকে বের হন। একাধিক সহপাঠী ও পারিবারিক সূত্র বলেছে, ছোটবেলা থেকেই বেশ কয়েকবার বাড়ি ছাড়ার ঘটনা ঘটিয়েছেন খালিদ। তবে এবার হল থেকে বের হওয়ার সময় নিজের মোবাইল ফোনও নিয়ে যাননি তিনি।
খালিদের খোঁজ না পেয়ে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আজ সোমবার মানববন্ধন ও সমাবেশ করেন আরবি বিভাগের শিক্ষার্থীরা। মানববন্ধনে খালিদের বাবা লুৎফর রহমান বলেন, ‘আমার ছেলে বেঁচে আছে কি না জানি না। আমি জানি না তার বন্ধু আছে, না শত্রু আছে। আপনারা যেভাবে পারেন, আমার ছেলেকে উদ্ধার করে দিন।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের আজকের পত্রিকাকে বলেন, খালিদের খোঁজ পেতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমেদ বলেন, নানা তথ্য অনুসন্ধান করেও গোয়েন্দা পুলিশ (ডিবি) আজ শেষ খবর পাওয়া পর্যন্ত খালিদের বিষয়ে কোনো তথ্য পায়নি। তিনি বলেন, ‘আমাদের লোক গোয়েন্দা অফিসে গেছে। তারা সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। আমরা সার্বক্ষণিক খোঁজ রাখছি।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহসমন্বয়ক খালিদ হাসান তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন। গত শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হল থেকে বের হন তিনি। এর পর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
খালিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আরবি বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী। তিনি শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক শিক্ষার্থী। তাঁর বাড়ি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায়।
হলের সিসিটিভি ফুটেজ থেকে জানা গেছে, খালিদ শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে হল থেকে বের হন। একাধিক সহপাঠী ও পারিবারিক সূত্র বলেছে, ছোটবেলা থেকেই বেশ কয়েকবার বাড়ি ছাড়ার ঘটনা ঘটিয়েছেন খালিদ। তবে এবার হল থেকে বের হওয়ার সময় নিজের মোবাইল ফোনও নিয়ে যাননি তিনি।
খালিদের খোঁজ না পেয়ে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আজ সোমবার মানববন্ধন ও সমাবেশ করেন আরবি বিভাগের শিক্ষার্থীরা। মানববন্ধনে খালিদের বাবা লুৎফর রহমান বলেন, ‘আমার ছেলে বেঁচে আছে কি না জানি না। আমি জানি না তার বন্ধু আছে, না শত্রু আছে। আপনারা যেভাবে পারেন, আমার ছেলেকে উদ্ধার করে দিন।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের আজকের পত্রিকাকে বলেন, খালিদের খোঁজ পেতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমেদ বলেন, নানা তথ্য অনুসন্ধান করেও গোয়েন্দা পুলিশ (ডিবি) আজ শেষ খবর পাওয়া পর্যন্ত খালিদের বিষয়ে কোনো তথ্য পায়নি। তিনি বলেন, ‘আমাদের লোক গোয়েন্দা অফিসে গেছে। তারা সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। আমরা সার্বক্ষণিক খোঁজ রাখছি।’
ময়মনসিংহের নান্দাইলে এক পোশাক শ্রমিক কিশোরীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা গতকাল মঙ্গলবার নান্দাইল মডেল থানায় ৪ জনের নামে মামলা দায়ের করেন। এ ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছে ভুক্তভোগী কিশোরী ও তার পরিবার।
৩ মিনিট আগেরাজধানীর গুলিস্তান থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই কর্মীকে দুটি ককটেলসহ গ্রেপ্তার করেছে ডিএমপির পল্টন মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন—মো. মেহেদী হাসান ফাহিম (৩০) ও মো. আরিফুর রহমান রাজা (৩০)।
৩৫ মিনিট আগেমাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে কাউকে ঢুকতে দিচ্ছে না কর্তৃপক্ষ। কেবল স্কুলের হোস্টেলে থাকা শিক্ষার্থীদের গেট থেকে প্রবেশের এবং বের হওয়ার অনুমতি আছে। অন্য কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
৪৪ মিনিট আগেব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন থেকে রেলের গুরুত্বপূর্ণ মালামাল চুরির সময় এক চোরকে হাতেনাতে আটক করেছে রেলওয়ে থানা পুলিশ। মঙ্গলবার (২২ জুলাই) রাতে এ ঘটনা ঘটে। বুধবার সকালে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন আখাউড়া রেলওয়ে থানার ইনচার্জ শফিকুল ইসলাম।
২ ঘণ্টা আগে