Ajker Patrika

রমনা পার্কের সামনে পড়ে ছিল মোটরসাইকেল, ঢামেকে মৃত্যু চালকের

ঢামেক প্রতিনিধি
আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১২: ১৫
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর রমনা পার্ক সংলগ্ন হেয়ার রোডে মোটরসাইকেল দুর্ঘটনায় আশিকুর রহমান (২২) নামে এক যুবক মারা গেছেন। আহত হয়েছেন তাঁর বন্ধু রাসেল (২৪)।

গতকাল শুক্রবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় আনসার সদস্যরা তাঁদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় আশিক মারা যান।

এ বিষয়ে রমনা থানার উপপরিদর্শক (এসআই) প্রদীপ চন্দ্র রায় বলেন, রাতে রমনা পার্ক সংলগ্ন হেয়ার রোডে একটি দুর্ঘটনা ঘটছে বলে খবর আসে। পরবর্তীতে সেখানে গিয়ে একটি মোটরসাইকেল পড়ে থাকতে দেখা যায়।

ঘটনাস্থল ও হাসপাতাল থেকে জানা যায়, আনসার সদস্যদের একটি গাড়ি ইউটার্ন করার সময় দ্রুতগতির মোটরসাইকেলটি এসে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়েন মোটরসাইকেলের চালকসহ দুজন। পরে আনসার সদস্যরা তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে আশিকুর নামে মোটরসাইকেলচালক মারা যান। তাঁদের দুজনের মাথায় হেলমেট ছিল না।

এসআই আরও বলেন, আহত রাসেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মৃত আশিকুরের বাসা যাত্রাবাড়ীর সায়েদাবাদ এলাকায়। বাবার নাম মো. আলী। তাঁরা হাসপাতালে এসেছেন। আশিকুরের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের বুঝিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

সৈয়দ জামিলের অভিযোগের জবাবে যা লিখলেন সংস্কৃতি উপদেষ্টা

এনসিপির কর্মীদের ঢাকায় আনতে সরকারের বাস রিকুইজিশন, সমালোচনার ঝড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত