Ajker Patrika

বিএনপির মহাসমাবেশ: সদরঘাট এলাকা থেকে শতাধিক আটক

জবি সংবাদদাতা 
আপডেট : ২৮ অক্টোবর ২০২৩, ১৯: ১১
বিএনপির মহাসমাবেশ: সদরঘাট এলাকা থেকে শতাধিক আটক

রাজধানীর প্রধান নদীবন্দর সদরঘাট এলাকায় আজ শনিবার সকাল থেকেই তল্লাশি চালাচ্ছে কোতোয়ালি থানার পুলিশ। তল্লাশি চলাকালে প্রায় ১০০ জনকে আটক করা হয়েছে। 

সদরঘাট এলাকায় দেখা যায় বরিশাল ও চাঁদপুরসহ স্বল্প দূরত্বের সব রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। লঞ্চে আসা যাত্রীদের ব্যাগ ও মোবাইল ফোন তল্লাশি করছে পুলিশ। 

একাধিক পুলিশ কর্মকর্তা জানান, ভোর থেকে সদরঘাট এলাকায় ১০০ জনের কাছাকাছি আটক করেছে পুলিশ। তল্লাশির সময় বিএনপি-জামায়াতের কর্মী সন্দেহে তাঁদের আটক করা হয়। তাঁদের মধ্যে ৮০ থেকে ৯০ জন সদরঘাট টার্মিনাল এলাকা থেকে এবং ২০ জনকে বাবুবাজার ব্রিজ এলাকা থেকে আটক করা হয়। 

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ‘সঠিক সংখ্যাটা এখনই বলতে পারছি না। আমরা সদরঘাট টার্মিনাল ও বাবুবাজারে ব্রিজে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছি নিরাপত্তার স্বার্থে। তল্লাশির পর সন্দেহভাজন মনে হওয়ায় তাঁদের আটক করা হয়েছে। তাঁদের যাচাই-বাছাই শেষে আদালতে পাঠানো হবে। আদালতে পাঠানোর পর সংখ্যাটা জানাতে পারব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত