Ajker Patrika

টিসিবির ট্রাকে বড় হচ্ছে ক্রেতাদের সারি

নিজস্ব প্রতিবেদক
টিসিবির ট্রাকে বড় হচ্ছে ক্রেতাদের সারি

আসন্ন রমজান উপলক্ষে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) দ্বিতীয় ধাপে পণ্য বিক্রি শুরু করেছে। আজ সোমবার থেকে শুরু হয়েছে সপ্তাহব্যাপী চলাচলে নিষেধাজ্ঞা। গতকাল সন্ধ্যা থেকেই বেড়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম।

এ পরিস্থিতিতে আজ সকাল থেকেই টিসিবি ট্রাক সেলে বাড়তি ভিড় লক্ষ্য করা গেছে।

রাজধানীর কল্যাণপুর, মিরপুর, শান্তিনগর, মৌচাক, রামপুরা, ফকিরাপুল বাজারে টিসিবির ট্রাক সেলের সামনে ক্রেতাদের দীর্ঘ সারি দেখা গেছে।

কল্যাণপুর বাজারে টিসিবির ট্রাক সেলে বিক্রি শুরু হয় সকাল ৯টায়। এর কিছুক্ষণ পর সেখানে শতাধিক মানুষ জড়ো হন।

টিসিবির ডিলাররা জানান, তারা আগে প্রতিদিন এক টন তেল বরাদ্দ পেতেন। সরকার চলাচলে নিষেধাজ্ঞা জারির পর ২০০ কেজি বেড়েছে। এছাড়া চিনির বরাদ্দ ১০০ কেজি বেড়ে ৮০০ কেজি এবং ৬০০ কেজি ডাল ও ৪০০ কেজি ছোলা পাচ্ছেন তারা।

আশরাফ আলি নামের এক ক্রেতা বলেন, বাজারে তেল চিনির দাম অনেক বেশি। এখানে কিছুটা কম মূল্যে কেনা যাচ্ছে। তবে অনেক মানুষ লাইনে দাঁড়িয়েছে। সবাই পণ্য পাবে কিনা সে চিন্তায় আছি।

টিসিবি যেসব পণ্য বিক্রি করে সেসবের মধ্যে তেল ও চিনির চাহিদা সবচেয়ে বেশি। এ কারণে ট্রাক সেল শুরুর অল্প সময়ের মধ্যে তেল ও চিনি ফুরিয়ে যায়। পণ্য না পেয়ে অনেকেই ফিরে যান।

এদিকে, দ্বিতীয় ধাপে পণ্যের দাম কিছুটা বাড়িয়েছে টিসিবি। এতে প্রতি কেজি তেলের দাম ১০ টাকা বেড়ে ১০০ টাকা হয়েছে। ডাল ও চিনির দাম ৫ টাকা আগেই বেড়েছে। আর নতুন করে প্রতি কেজি ছোলার দাম ৫৫ টাকা ও খেজুরের দাম ৮০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে টিসিবির খেজুর এখনও বিক্রি শুরু হয়নি।

টিসিবি সূত্রে জানা গেছে, সারা দেশে বর্তমানে টিসিবির ৫০০টি ট্রাকসেলে পণ্য বিক্রি হচ্ছে। এর মধ্যে রাজধানীতেই ১০০টি ট্রাকে পণ্য বিক্রি হচ্ছে। এসব পণ্য গত ১ এপ্রিল থেকে ই-কমার্সের মাধ্যমেও বিক্রি শুরু হয়েছে। শুক্রবার বাদে প্রতিদিনই টিসিবির বিক্রয় কার্যক্রম চলবে। অন্যদিকে ট্রাক সেল থেকে একজন ক্রেতা দিনে ৫৫ টাকা কেজি দরে সর্বোচ্চ ৪ কেজি চিনি, ৫৫ টাকা কেজি দরে ২ কেজি মসুর ডাল, ১০০ টাকা দরে ৫ লিটার সয়াবিন তেল এবং ২০ টাকা দরে ৫ কেজি পেঁয়াজ কিনতে পারবে। এছাড়া ২ কেজি ছোলা ৫৫ টাকা দরে এবং রমজানের প্রথম দিন থেকে এক কেজি খেজুর ৮০ টাকা দরে পাবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিকৃত লাশ দুটি ৩০ ঘণ্টা ধরে গাড়িতে, একজনের মুখ ছিল থ্যাঁতলানো

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

বাংলাদেশের চার পাটপণ্যে ভারতের বন্দর নিষেধাজ্ঞা

যুক্তরাজ্যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের সম্পত্তি বিক্রির প্রক্রিয়া শুরু

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত