দোহার (ঢাকা) প্রতিনিধি
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং ঢাকা-১ আসনের (নবাবগঞ্জ-দোহার) সংসদ সদস্য সালমান এফ রহমান বলেছেন, ‘বাস পুড়িয়ে সাধারণ মানুষের ওপর জুলুম-অত্যাচার করে ক্ষমতায় আসা যায় না। জনগণ বিএনপির অবরোধ প্রত্যাখ্যান করেছে। তার বড় প্রমাণ সব স্থানেই গাড়ি-বাসসহ বিভিন্ন ধরনের যান চলাচল করছে।’
আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকার দোহার উপজেলার জয়পাড়া সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
সালমান এফ রহমান বলেন, ‘কিছুদিন পরই তফসিল ঘোষণা হবে এবং জানুয়ারির প্রথম সপ্তাহেই জাতীয় নির্বাচন হবে। সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই আগামী সংসদ নির্বাচন হবে।’
বিএনপির উদ্দেশে সালমান এফ রহমান আরও বলেন, ‘জনগণকে ভুল বুঝিয়ে কোনো লাভ হবে না। ভোটে আসেন। জ্বালাও-পোড়াও করে বিএনপি কখনোই জনসমর্থন পাবে না। ক্ষমতায় আসতে হলে নির্বাচনে আসুন। জনগণ যদি আপনাদের সমর্থন করে ভোট দেয়, তবেই আপনারা ক্ষমতায় আসতে পারবেন।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্পর্কে তিনি বলেন, ‘দোহার উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান ভালো বলেই আশপাশের উপজেলা থাকে রোগী আসে। ভবিষ্যতে আমরা টেলিযোগাযোগব্যবস্থা চালু করব, যাতে দ্রুত সেবা পাওয়া যায় সে জন্য।’
এর আগে, সকালে সংসদ সদস্য দোহার উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীতকরণ প্রকল্পের উদ্বোধন ও রায়পাড়া ইউনিয়নের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেন এবং হাসপাতালে অনুষ্ঠিতব্য সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা সিভিল সার্জন আবুল ফজল মোহাম্মদ শাহাবুদ্দিন খান, দোহার সার্কেল এএসপি আশরাফুল আলম, দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দোহার উপজেলার আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন, দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোবাশ্বের আলম, দোহার উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসীমউদ্দিন, দোহার পৌর মেয়র আলমাছ উদ্দিন প্রমুখ।
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং ঢাকা-১ আসনের (নবাবগঞ্জ-দোহার) সংসদ সদস্য সালমান এফ রহমান বলেছেন, ‘বাস পুড়িয়ে সাধারণ মানুষের ওপর জুলুম-অত্যাচার করে ক্ষমতায় আসা যায় না। জনগণ বিএনপির অবরোধ প্রত্যাখ্যান করেছে। তার বড় প্রমাণ সব স্থানেই গাড়ি-বাসসহ বিভিন্ন ধরনের যান চলাচল করছে।’
আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকার দোহার উপজেলার জয়পাড়া সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
সালমান এফ রহমান বলেন, ‘কিছুদিন পরই তফসিল ঘোষণা হবে এবং জানুয়ারির প্রথম সপ্তাহেই জাতীয় নির্বাচন হবে। সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই আগামী সংসদ নির্বাচন হবে।’
বিএনপির উদ্দেশে সালমান এফ রহমান আরও বলেন, ‘জনগণকে ভুল বুঝিয়ে কোনো লাভ হবে না। ভোটে আসেন। জ্বালাও-পোড়াও করে বিএনপি কখনোই জনসমর্থন পাবে না। ক্ষমতায় আসতে হলে নির্বাচনে আসুন। জনগণ যদি আপনাদের সমর্থন করে ভোট দেয়, তবেই আপনারা ক্ষমতায় আসতে পারবেন।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্পর্কে তিনি বলেন, ‘দোহার উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান ভালো বলেই আশপাশের উপজেলা থাকে রোগী আসে। ভবিষ্যতে আমরা টেলিযোগাযোগব্যবস্থা চালু করব, যাতে দ্রুত সেবা পাওয়া যায় সে জন্য।’
এর আগে, সকালে সংসদ সদস্য দোহার উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীতকরণ প্রকল্পের উদ্বোধন ও রায়পাড়া ইউনিয়নের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেন এবং হাসপাতালে অনুষ্ঠিতব্য সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা সিভিল সার্জন আবুল ফজল মোহাম্মদ শাহাবুদ্দিন খান, দোহার সার্কেল এএসপি আশরাফুল আলম, দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দোহার উপজেলার আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন, দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোবাশ্বের আলম, দোহার উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসীমউদ্দিন, দোহার পৌর মেয়র আলমাছ উদ্দিন প্রমুখ।
নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
৫ ঘণ্টা আগেতিন পার্বত্য জেলার মধ্যে আগে থেকেই চিকিৎসাসেবায় পিছিয়ে খাগড়াছড়ি। তার ওপর বছরের পর বছর চিকিৎসক, নার্স, কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট থাকায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা।
৫ ঘণ্টা আগেনেত্রকোনার দুর্গাপুরে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় (২৪) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। আটক ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান...
৫ ঘণ্টা আগেরাজধানীর খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে গেছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
৭ ঘণ্টা আগে