Ajker Patrika

রাজধানীর যাত্রাবাড়ীতে বাসচাপায় এক ব্যক্তির মৃত্যু

ঢামেক প্রতিবেদক
আপডেট : ২১ জুন ২০২৩, ১৩: ৫২
রাজধানীর যাত্রাবাড়ীতে বাসচাপায় এক ব্যক্তির মৃত্যু

রাজধানীর যাত্রাবাড়ীর কাজলায় যাত্রীবাহী বাসের চাপায় আলাউদ্দিন মোল্লা (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ওই ব্যক্তি পেশায় প্রাইভেট কারের চালক ছিলেন। 

আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় আলাউদ্দিনকে পুলিশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ১০টার দিকে মৃত ঘোষণা করেন। 

যাত্রাবাড়ী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. বেলাল হুসাইন জানান, সকালে কাজলার ভাঙ্গাপ্রেস ব্রিজের গোড়ায় ঢাকা নগর পরিবহন নামে একটি বাসের চাপায় গুরুতর আহত হন ওই ব্যক্তি। খবর পেয়ে দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

তিনি আরও জানান, ওই ব্যক্তি রাস্তা পার হচ্ছিলেন নাকি ওই বাস থেকে নামতে গিয়ে বাসের চাপা পড়েছেন তা আশপাশের কেউ জানাতে পারেননি। তবে ঘটনার পরপরই বাসচালক ও তাঁর সহযোগী বাস রেখে পালিয়ে গেছেন। বসটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। 

এদিকে হাসপাতালে নিহতের ভাতিজা মো. লিটন জানান, তাঁদের বাড়ি বরিশাল জেলার কাজীরহাট থানার নলবুনিয়া গ্রাম। তাঁর চাচা যাত্রাবাড়ীর মৃধাবাড়ী এলাকায় স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে ভাড়া থাকতেন। তিনি প্রাইভেট কার চালাতেন। তবে কীভাবে দুর্ঘটনা ঘটেছে সে বিষয়ে কিছুই জানেন না। পুলিশের মাধ্যমে খবর পেয়ে তিনি হাসপাতালে এসে চাচার মৃতদেহ দেখতে পান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত