Ajker Patrika

মগবাজারে ট্রেনের ধাক্কায় আহত নিরাপত্তাকর্মীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মগবাজারে ট্রেনের ধাক্কায় আহত নিরাপত্তাকর্মীর মৃত্যু

রাজধানীর মগবাজার ওয়ারলেস গেট এলাকায় ট্রেনের ধাক্কা আহত নিরাপত্তাকর্মীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। নিহতের নাম রেজাউল করিম (৫৫)। তিনি একটি বেসরকারি ব্যাংকের নিরাপত্তাকর্মী ছিলেন। 

আজ শনিবার দুপুরে ঢামেক হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগে, শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে দুর্ঘটনায় গুরুতর আহত হলে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলজের জরুরি বিভাগে নেওয়া হয়। 

নিহতের ছোট ভাই মো. এনামুল আজকের পত্রিকাকে জানান, শুক্রবার ভোরে মগবাজার ওয়্যারলেস গেটের কাছে রাস্তা পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন রেজাউল। পরে তাঁকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। আজ (শনিবার) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত