Ajker Patrika

এ এইচ এম হাবিবুর রহমান ভূঁইয়ার দায়িত্ব গ্রহণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ১৫: ১৫
এ এইচ এম হাবিবুর রহমান ভূঁইয়ার দায়িত্ব গ্রহণ

এ এইচ এম হাবিবুর রহমান ভূঁইয়া ঢাকা জেলা জজ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। আজ রোববার সকালে তিনি ঢাকার জেলা জজ হিসেবে কাজে যোগ দেন। 

ঢাকার আদালত সূত্রে জানা গেছে, এ এইচ এম হাবিবুর রহমান ভূঁইয়া বেলা ১১টা থেকে তাঁর আদালতে মামলার কার্যক্রম পরিচালনা শুরু করেন। 

এর আগে গত সোমবার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হাবিবুর রহমান ভূঁইয়াকে জেলা জজ হিসেবে পদায়ন করা হয়। 

গত ৫ অক্টোবর ঢাকার জেলা জজ শওকত আলী চৌধুরী অবসরে যান। এর র শূন্যপদ পূরণের জন্য জনস্বার্থে হাবিবুর রহমান ভূঁইয়াকে জেলা জজ করা হয়। 

মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছিল, হাবিবুর রহমান ভূঁইয়াকে অনতিবিলম্বে বর্তমান দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত