Ajker Patrika

টঙ্গীর তুরাগতীরে জুমার নামাজ আদায় করলেন লাখো মুসল্লি

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ২০ জানুয়ারি ২০২৩, ১৫: ৫৪
টঙ্গীর তুরাগতীরে জুমার নামাজ আদায় করলেন লাখো মুসল্লি

আমবয়ানের মধ্য দিয়ে আজ শুক্রবার ফজরের নামাজের পর টঙ্গীর তুরাগ নদীর তীরে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। সেখানে জুমার নামাজে অংশ নিয়েছেন দেশ-বিদেশের লাখ লাখ মুসল্লি।

বেলা ১টা ১৫ মিনিটে ময়দানে আজান দেওয়া হয়। ১টা ৩৬ মিনিটে খুতবা শেষ হয়। ১টা ৫০ মিনিটি নিজামুদ্দিন মারকাজের মাওলানা সাদ কান্ধলভির বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ জুমার নামাজে ইমামতি করেন। জুমার নামাজ শেষে ইজতেমা আয়োজক কমিটির শীর্ষ মুরব্বি ওয়াসিফুল ইসলাম বয়ান করেন।

সরেজমিনে দেখা যায়, আগেই ময়দানে উপস্থিত মুসল্লিদের পাশাপাশি জুমার নামাজে যোগ দিতে আশপাশের এলাকাগুলোর লাখো মুসল্লি দুপুরের আগেই ময়দানের বিভিন্ন খিত্তায় ও চারপাশের সড়কে অবস্থান নেন। এই পর্বে ৮৫টি খিত্তায় ৬৪ জেলার মুসল্লিদের ভাগ করা হয়েছে। মুসল্লিরা জুমা আদায় করার সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আব্দুল্লাহপুর থেকে চেরাগ আলী পর্যন্ত, রাজধানীর আবদুল্লাহপুর থেকে কামাড়পাড়া সড়ক ও টঙ্গী-ঘোড়াশাল আঞ্চলিক সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। 

রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে জুমা আদায় করতে তুরাগতীরে এসেছিলেন মাজাহারুল আলম। তিনি বলেন, ‘শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন। অফিস বন্ধ। তাই এলাকার মসজিদে নামাজ আদায় করিনি। গত পর্বেও জুমা আদায় করেছি ময়দানে। এবার ময়দানে জায়গা পাইনি, সড়কে পড়েছি। এখানে নামাজ পড়লে খুব ভালো লাগে।’

আগামী রোববার সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হতে যাচ্ছে ৫৬তম বিশ্ব ইজতেমার এবারের আসর। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত