Ajker Patrika

কেরানীগঞ্জে পিছু হটল নেতা–কর্মীরা, আওয়ামী লীগ কার্যালয়ে আগুন, আহত ২০

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
Thumbnail image

ঢাকার কেরানীগঞ্জে এক দফা দাবিতে অসহযোগ আন্দোলন চলাকালে আন্দোলনকারীদের সঙ্গে যুবলীগ–ছাত্রলীগের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। 

আজ রোববার সকাল ১১টায় কেরানীগঞ্জ মডেল থানাধীন তারানগর ইউনিয়নের ঘাটারচর এলাকায় তিন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে। বিক্ষুব্ধ আন্দোলনকারীরা এ সময় বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়ে কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে ভাঙচুর করে এবং একপর্যায়ে অগ্নিসংযোগ করে। 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আন্দোলনকারীরা তারানগর ও আঁটি ভাওয়াল উচ্চ বিদ্যালয়ের সামনে অবস্থান নেয়। এরপর তারা আন্দোলনে নিহত ইস্পাহানী সরকারি বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগের প্রথম বর্ষের ছাত্র মো. রিয়াজ হোসেনের বাড়ির উদ্দেশে রওনা দিলে ঘাটারচর এলাকায় পেছন থেকে যুবলীগ–ছাত্রলীগের সদস্যরা গুলি ও ইটপাটকেল মারতে থাকে। আন্দোলনকারীরা তাদের প্রতিহত করার জন্য পাল্টা হামলা চালায়। দুপুর সাড়ে ১২টার দিকে বিক্ষুব্ধ আন্দোলনকারীরা কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে ভাঙচুর করে এবং একপর্যায়ে আগুন ধরিয়ে দেয়। এ সময় বিক্ষুব্ধ আন্দোলনকারী ও যুবলীগ–ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়ায় ঘাটারচর নতুন রাস্তা রণক্ষেত্রে পরিণত হয়। পরে যুবলীগ-ছাত্রলীগের নেতা–কর্মীরা পিছু হটলে আন্দোলনকারীরা আওয়ামী লীগের কার্যালয়ে আটকে পড়া নেতা–কর্মীদের টেনে বের করে গণপিটুনি দেয়। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। 

এদিকে ঘাটারচর এলাকায় সকাল ১১টা থেকে ধাওয়া–পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলেও পুলিশের উপস্থিতি দেখা যায়নি। এ বিষয়ে মোবাইল ফোনে জানতে চাইলে কেরানীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবির সাংবাদিকদের বলেন, ঘাটারচরের সংবাদ আমরা পেয়েছি। ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য অতিরিক্ত পুলিশ প্রয়োজন। আমরা ইতিমধ্যে অতিরিক্ত পুলিশ চেয়েছি। তারা এলে আমরা পর্যাপ্ত শক্তি নিয়ে সেখানে যাব। 

তবে এ বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী চৌধুরী সেলিম ও সম্পাদক আলতাফ হোসেন বিপ্লবের ফোনে একাধিকবার কল করা হলেও তাঁরা সাড়া দেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত