নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে ৯ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার দুটি আদালত তাদেরকে গ্রেপ্তার দেখান। পল্টন থানার পুলিশ কনস্টেবল হত্যাসহ পাঁচ মামলা, প্রধান বিচারপতির বাসভবনে হামলাসহ রমনা থানার চার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
গতকাল বুধবার মির্জা আব্বাসের পক্ষে গ্রেপ্তার দেখানোর আবেদন ও জামিন শুনানির জন্য আবেদন করলে আদালত আজ বৃহস্পতিবার শুনানির দিন ধার্য করেন।
গ্রেপ্তার দেখানোর আবেদন শুনানির জন্য মির্জা আব্বাসকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী পল্টন থানার চার মামলায় ও অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিন রমনা থানার চার মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।
মির্জা আব্বাসের পক্ষে তার আইনজীবী মহিউদ্দিন চৌধুরী ৯ মামলায় গ্রেপ্তার দেখানো ও জামিনের আবেদন করেন।
অ্যাডভোকেট মহিউদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ৯ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। দুপুরের পর অন্য দুটি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জামিন শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু গ্রেপ্তার দেখানোর আদেশ সম্পন্ন না হওয়ায় জামিন শুনানির জন্য নথি উপস্থাপন করা হয়নি।
সংশ্লিষ্ট আদালতে সিনিয়র আইনজীবীরাগেলে আদালত বলেন, আসামিকে গ্রেপ্তার দেখানোর আদেশ যেহেতু এখনো লেখা হয়নি, সেহেতু শুনানি গ্রহণ করা সম্ভব নয়।
আইনজীবী মহিউদ্দিন বলেন, শুনানির তারিখও ধার্য করা হয়নি। তিনি বলেন, ‘হাইকোর্টের নির্দেশে আমরা জামিনের আবেদন করেছি। কিন্তু আদালত হাইকোর্টের আদেশের তোয়াক্কা করেননি। এটা দুর্ভাগ্যজনক।’
মির্জা আব্বাসকে গত ১ নভেম্বর এক মামলায় গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে বিভিন্ন সংঘর্ষের ঘটনায় রাজধানীর পল্টন, শাহজাহানপুর, রমনা ও রেলওয়ে থানায় বেশ কয়েকটি মামলা হয়। কমপক্ষে ১১টি মামলায় মির্জা আব্বাসকে আসামি করা হয়। এর মধ্যে তাকে একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। বাকি ৯টিতে রাষ্ট্রপক্ষ গ্রেপ্তার না দেখানোয় তাঁর জামিনের আবেদন শুনানি করা সম্ভব হচ্ছে না। এ কারণে ৯টি মামলায় গ্রেপ্তার দেখানোসহ জামিনের আবেদন করা হয়েছে। ঢাকায় রেলওয়ে থানায় দায়ের করা একটি মামলায়ও মির্জা আব্বাসের নাম রয়েছে।
আইনজীবী আরও বলেন, বৃহস্পতিবার মির্জা আব্বাসকে কারাগার থেকে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে ৯ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার দুটি আদালত তাদেরকে গ্রেপ্তার দেখান। পল্টন থানার পুলিশ কনস্টেবল হত্যাসহ পাঁচ মামলা, প্রধান বিচারপতির বাসভবনে হামলাসহ রমনা থানার চার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
গতকাল বুধবার মির্জা আব্বাসের পক্ষে গ্রেপ্তার দেখানোর আবেদন ও জামিন শুনানির জন্য আবেদন করলে আদালত আজ বৃহস্পতিবার শুনানির দিন ধার্য করেন।
গ্রেপ্তার দেখানোর আবেদন শুনানির জন্য মির্জা আব্বাসকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী পল্টন থানার চার মামলায় ও অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিন রমনা থানার চার মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।
মির্জা আব্বাসের পক্ষে তার আইনজীবী মহিউদ্দিন চৌধুরী ৯ মামলায় গ্রেপ্তার দেখানো ও জামিনের আবেদন করেন।
অ্যাডভোকেট মহিউদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ৯ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। দুপুরের পর অন্য দুটি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জামিন শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু গ্রেপ্তার দেখানোর আদেশ সম্পন্ন না হওয়ায় জামিন শুনানির জন্য নথি উপস্থাপন করা হয়নি।
সংশ্লিষ্ট আদালতে সিনিয়র আইনজীবীরাগেলে আদালত বলেন, আসামিকে গ্রেপ্তার দেখানোর আদেশ যেহেতু এখনো লেখা হয়নি, সেহেতু শুনানি গ্রহণ করা সম্ভব নয়।
আইনজীবী মহিউদ্দিন বলেন, শুনানির তারিখও ধার্য করা হয়নি। তিনি বলেন, ‘হাইকোর্টের নির্দেশে আমরা জামিনের আবেদন করেছি। কিন্তু আদালত হাইকোর্টের আদেশের তোয়াক্কা করেননি। এটা দুর্ভাগ্যজনক।’
মির্জা আব্বাসকে গত ১ নভেম্বর এক মামলায় গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে বিভিন্ন সংঘর্ষের ঘটনায় রাজধানীর পল্টন, শাহজাহানপুর, রমনা ও রেলওয়ে থানায় বেশ কয়েকটি মামলা হয়। কমপক্ষে ১১টি মামলায় মির্জা আব্বাসকে আসামি করা হয়। এর মধ্যে তাকে একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। বাকি ৯টিতে রাষ্ট্রপক্ষ গ্রেপ্তার না দেখানোয় তাঁর জামিনের আবেদন শুনানি করা সম্ভব হচ্ছে না। এ কারণে ৯টি মামলায় গ্রেপ্তার দেখানোসহ জামিনের আবেদন করা হয়েছে। ঢাকায় রেলওয়ে থানায় দায়ের করা একটি মামলায়ও মির্জা আব্বাসের নাম রয়েছে।
আইনজীবী আরও বলেন, বৃহস্পতিবার মির্জা আব্বাসকে কারাগার থেকে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়।
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা চত্বরে গড়ে উঠেছে এক অভিনব পরিবেশবান্ধব উদ্যোগ ‘পাখি কলোনি’। উপজেলা প্রশাসনের উদ্যোগে গাছে গাছে ঝুলছে মাটির হাঁড়ি, আর পুকুরে বসানো হয়েছে আড়ানি। উদ্দেশ্য হলো, পাখিদের নিরাপদ আশ্রয়, খাদ্যের নিশ্চয়তা ও প্রকৃতির সঙ্গে মানুষের বন্ধনকে আরও দৃঢ় করা।
২ মিনিট আগেচট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ভিপি (সহসভাপতি) ও জিএস (সাধারণ সম্পাদক) পদে জয় পেয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। অন্যদিকে এজিএস (সহ-সাধারণ সম্পাদক) পদে জয়ী হয়েছেন ছাত্রদল সমর্থিত প্রার্থী।
২ ঘণ্টা আগেচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) হল সংসদ নির্বাচনের ফল ঘোষণা নিয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে হট্টগোলের ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে প্রকৌশল অনুষদ ভবনের সামনে এ হট্টগোল শুরু হয়। দিবাগত রাত ১টা ১০ মিনিটেও দুই পক্ষ সেখানে অবস্থান নিচ্ছিল।
৭ ঘণ্টা আগেপুরান ঢাকা থেকে কেমিক্যাল ব্যবসা সরাতে সাত বছর আগে মুন্সিগঞ্জের সিরাজদিখানে কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্কের কাজ শুরু করে সরকার। এই প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার বাকি আর মাত্র দুই মাস, অথচ এখনো সীমানাপ্রাচীর নির্মাণের কাজও শেষ হয়নি।
৭ ঘণ্টা আগে