নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে ১০ বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক সাবেরা সুলতানা খানম এ রায় ঘোষণা করেন।
কারাদণ্ডপ্রাপ্ত আসামি হলেন জুয়েল (২৫)। মেয়েটি পাশের বাসার বাসিন্দা এই জুয়েল। রায়ে কারাদন্ডের পাশাপাশি জুয়েলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা দিতে ব্যর্থ হলে তাকে আরও তিন মাসের কারাদণ্ড ভোগ করতে হবে বলে রায়ে বলা হয়েছে।
রায় ঘোষণার আগে আসামিকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে আবার তাকে কারাগারে পাঠানো হয়।
ওই ট্রাইবুনানের বেঞ্চ সহকারী আতাউর রহমান রায়ের বিষয়টি নিশ্চিত করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, দিন মজুর বাবা-মায়ের সঙ্গে মহাখালীর সাততলা আইপিএইচ জামে মসজিদ সংলগ্ন এলাকায় থাকতো ওই ছাত্রী। প্রতিদিনের মতো তার বাবা-মা সকালে কাজের উদ্দেশ্যে বের হয়ে যান। ২০১৮ সালের ১৩ নভেম্বর সকাল সাড়ে ৯টার দিকে ওই মেয়েটি স্কুলে যাওয়ার উদ্দেশ্য বাসা থেকে বের হওয়ার সময় পাশের বাসার ভাড়াটিয়া জুয়েল ডেকে তাকে রুমে নেয়। তখন জোর করে ধর্ষণ করা হয়।
এ ঘটনায় পরদিন ছাত্রীর বাবা বাদী হয়ে বনানী থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করে ২০১৯ সালে ১২ মে আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন বনানী থানার এসআই সাদিয়া শারমীন।
ওই বছরের ১৭ সেপ্টেম্বর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। মামলার বিচার চলাকালে ১৩ জন সাক্ষীর মধ্যে ৭ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়।
রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে ১০ বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক সাবেরা সুলতানা খানম এ রায় ঘোষণা করেন।
কারাদণ্ডপ্রাপ্ত আসামি হলেন জুয়েল (২৫)। মেয়েটি পাশের বাসার বাসিন্দা এই জুয়েল। রায়ে কারাদন্ডের পাশাপাশি জুয়েলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা দিতে ব্যর্থ হলে তাকে আরও তিন মাসের কারাদণ্ড ভোগ করতে হবে বলে রায়ে বলা হয়েছে।
রায় ঘোষণার আগে আসামিকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে আবার তাকে কারাগারে পাঠানো হয়।
ওই ট্রাইবুনানের বেঞ্চ সহকারী আতাউর রহমান রায়ের বিষয়টি নিশ্চিত করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, দিন মজুর বাবা-মায়ের সঙ্গে মহাখালীর সাততলা আইপিএইচ জামে মসজিদ সংলগ্ন এলাকায় থাকতো ওই ছাত্রী। প্রতিদিনের মতো তার বাবা-মা সকালে কাজের উদ্দেশ্যে বের হয়ে যান। ২০১৮ সালের ১৩ নভেম্বর সকাল সাড়ে ৯টার দিকে ওই মেয়েটি স্কুলে যাওয়ার উদ্দেশ্য বাসা থেকে বের হওয়ার সময় পাশের বাসার ভাড়াটিয়া জুয়েল ডেকে তাকে রুমে নেয়। তখন জোর করে ধর্ষণ করা হয়।
এ ঘটনায় পরদিন ছাত্রীর বাবা বাদী হয়ে বনানী থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করে ২০১৯ সালে ১২ মে আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন বনানী থানার এসআই সাদিয়া শারমীন।
ওই বছরের ১৭ সেপ্টেম্বর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। মামলার বিচার চলাকালে ১৩ জন সাক্ষীর মধ্যে ৭ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়।
রাজশাহীতে ধানের জমিতে হাঁস যাওয়াকে কেন্দ্র করে ভাইয়ের হাতে ভাই খুন হওয়ার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। তাঁরা হলেন মো. মেহেদী (২৪) এবং তাঁর মা পারভিন বেগম (৪০)। রাজশাহীর পবা উপজেলার আলিমগঞ্জ গ্রামের বাসিন্দা তাঁরা। আজ শনিবার ভোরে পবার কয়রা গ্রামের এক বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করে র্যাব-৫-এর
২ মিনিট আগেপঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয় এবং আওতাধীন উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কার্যালয়ের সাধারণ প্রশাসনের ১১টি ক্যাটাগরিতে মোট ৪৬টি শূন্য পদে নিয়োগের লক্ষ্যে গতকাল শুক্রবার (২৫ জুলাই) সকাল ১০টায় লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। জেলা শহরের বিভিন্ন কেন্দ্রে আয়োজিত এ পরীক্ষায় প্রায় পাঁচ হাজার চাকরিপ্রত্যাশী
৫ মিনিট আগেটাঙ্গাইলের মির্জাপুরে ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত ছেলে ইউনুস মণ্ডলকে (২৫) গ্রেপ্তার করেছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার আনাইতারা ইউনিয়নের মশাজান গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম ফুলমালা (৬০)। তিনি মশাজান গ্রামের মৃত সিরাজ উদ্দিনের স্ত্রী। পুলিশ ও পারিবারিক
১৮ মিনিট আগেশাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা। আজ শনিবার বিশ্ববিদ্যালয়টির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী হলেও সব আয়োজন বর্জন করে মানববন্ধনে দাঁড়ান তারা।
২৩ মিনিট আগে