দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাটে পীর রহিম শাহ ভান্ডারীর মাজারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে স্থানীয় বিক্ষুব্ধ জনতা।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল শুক্রবার বিকেলে উপজেলার রাণীগঞ্জ বাজার থেকে একটি লাঠি মিছিল বের হয়। পরে মিছিল থেকে মাজারে হামলা চালানো হয়।
হামলাকারীদের দাবি, সিংড়া ইউনিয়নের বিরাহীমপুর গুচ্ছগ্রাম এলাকার ওই মাজারে প্রতিবছর ওরসের নামে গান-বাজনা, মাদক সেবনসহ নানা কর্মকাণ্ড চলে। প্রতিবাদ করলে সেটি বন্ধ না করে ২ থেকে ৪ মার্চ পর্যন্ত বার্ষিক ওরসের আয়োজন করা হয়। এর প্রতিবাদে গতকাল বিকেলে লাঠি মিছিল বের করলে বিক্ষুব্ধ জনতা প্যান্ডেল ও মাজারে আগুন দেয় এবং ভাঙচুর করে।
মাজারের খাদেম শহিদুল ইসলাম জিন্না জানান, তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এখানে দেশের বিভিন্ন প্রান্তের লোকজন সমবেত হয়ে ওয়াজ মাহফিল, বাউল গান, শিরনি বিতরণ ইত্যাদি কার্যক্রম পালন করেন।
শহিদুল বলেন, ‘আমাদের সমস্যাগুলো প্রশাসনকে আগে জানিয়েছিলাম। গতকাল (শুক্রবার) হঠাৎ করে কয়েক হাজার লোক আক্রমণ করে মাজারের সবকিছু ভেঙে লুটপাট করে নিয়ে যায়।’
এ বিষয়ে আজ শনিবার যোগাযোগ করা হলে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল বিকেলে মাজারে তৌহিদি জনতা হামলা করে, পরে আগুন দেয়। তৌহিদি জনতার মধ্যে চরম উত্তেজনা থাকায় ঘটনাস্থলে পুলিশের যাওয়ার মতো পরিস্থিতি ছিল না। পরে রাত ৯টার দিকে সেনাবাহিনীর সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’
দিনাজপুরের ঘোড়াঘাটে পীর রহিম শাহ ভান্ডারীর মাজারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে স্থানীয় বিক্ষুব্ধ জনতা।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল শুক্রবার বিকেলে উপজেলার রাণীগঞ্জ বাজার থেকে একটি লাঠি মিছিল বের হয়। পরে মিছিল থেকে মাজারে হামলা চালানো হয়।
হামলাকারীদের দাবি, সিংড়া ইউনিয়নের বিরাহীমপুর গুচ্ছগ্রাম এলাকার ওই মাজারে প্রতিবছর ওরসের নামে গান-বাজনা, মাদক সেবনসহ নানা কর্মকাণ্ড চলে। প্রতিবাদ করলে সেটি বন্ধ না করে ২ থেকে ৪ মার্চ পর্যন্ত বার্ষিক ওরসের আয়োজন করা হয়। এর প্রতিবাদে গতকাল বিকেলে লাঠি মিছিল বের করলে বিক্ষুব্ধ জনতা প্যান্ডেল ও মাজারে আগুন দেয় এবং ভাঙচুর করে।
মাজারের খাদেম শহিদুল ইসলাম জিন্না জানান, তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এখানে দেশের বিভিন্ন প্রান্তের লোকজন সমবেত হয়ে ওয়াজ মাহফিল, বাউল গান, শিরনি বিতরণ ইত্যাদি কার্যক্রম পালন করেন।
শহিদুল বলেন, ‘আমাদের সমস্যাগুলো প্রশাসনকে আগে জানিয়েছিলাম। গতকাল (শুক্রবার) হঠাৎ করে কয়েক হাজার লোক আক্রমণ করে মাজারের সবকিছু ভেঙে লুটপাট করে নিয়ে যায়।’
এ বিষয়ে আজ শনিবার যোগাযোগ করা হলে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল বিকেলে মাজারে তৌহিদি জনতা হামলা করে, পরে আগুন দেয়। তৌহিদি জনতার মধ্যে চরম উত্তেজনা থাকায় ঘটনাস্থলে পুলিশের যাওয়ার মতো পরিস্থিতি ছিল না। পরে রাত ৯টার দিকে সেনাবাহিনীর সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’
খাগড়াছড়ির রামগড়ে সালিস চলাকালে সংঘর্ষে সাক্ষী মো. আবুল কালাম নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। এ মামলায় এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার মধ্যরাতে তৈছালা গ্রামে অভিযান চালিয়ে আসামি নুরুল আলম খোকনকে গ্রেপ্তার করা হয়। খোকন ওই এলাকার বাসিন্দা। এর আগে নিহত কালামের স্ত্রী রেখা বেগম বাদী হয়ে গত
৯ মিনিট আগেনারায়ণগঞ্জে আড়াইহাজার থানায় জিডি করতে গিয়ে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে থানার ওসির বিরুদ্ধে। ইতিমধ্যে টাকা গ্রহণের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে ভিডিওটি কবে ধারণকৃত তা নিশ্চিত হওয়া যায়নি। প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন একটি কাগজের
২৮ মিনিট আগেবাগেরহাটে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক আরোহী এক যুবক নিহত ও আরও তিনজন আহত হয়েছেন। আজ শনিবার সকালে বাগেরহাট-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের বলভদ্রপুর বালিয়াডাঙ্গা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম সিয়াম গাজী (২০)। তিনি মোরেলগঞ্জ উপজেলার তেলিগাতী গ্রামের মজিবর গাজীর ছেলে।
৩৭ মিনিট আগেহবিগঞ্জের শায়েস্তাগঞ্জে অগ্নিকাণ্ডে অন্তত ১৫টি দোকান পুড়ে গেছে। গতকাল শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে শাহজিবাজার এলাকার সুতাং উত্তর বাজারে এ দুর্ঘটনা ঘটে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।
৪৪ মিনিট আগে