দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাটে পীর রহিম শাহ ভান্ডারীর মাজারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে স্থানীয় বিক্ষুব্ধ জনতা।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল শুক্রবার বিকেলে উপজেলার রাণীগঞ্জ বাজার থেকে একটি লাঠি মিছিল বের হয়। পরে মিছিল থেকে মাজারে হামলা চালানো হয়।
হামলাকারীদের দাবি, সিংড়া ইউনিয়নের বিরাহীমপুর গুচ্ছগ্রাম এলাকার ওই মাজারে প্রতিবছর ওরসের নামে গান-বাজনা, মাদক সেবনসহ নানা কর্মকাণ্ড চলে। প্রতিবাদ করলে সেটি বন্ধ না করে ২ থেকে ৪ মার্চ পর্যন্ত বার্ষিক ওরসের আয়োজন করা হয়। এর প্রতিবাদে গতকাল বিকেলে লাঠি মিছিল বের করলে বিক্ষুব্ধ জনতা প্যান্ডেল ও মাজারে আগুন দেয় এবং ভাঙচুর করে।
মাজারের খাদেম শহিদুল ইসলাম জিন্না জানান, তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এখানে দেশের বিভিন্ন প্রান্তের লোকজন সমবেত হয়ে ওয়াজ মাহফিল, বাউল গান, শিরনি বিতরণ ইত্যাদি কার্যক্রম পালন করেন।
শহিদুল বলেন, ‘আমাদের সমস্যাগুলো প্রশাসনকে আগে জানিয়েছিলাম। গতকাল (শুক্রবার) হঠাৎ করে কয়েক হাজার লোক আক্রমণ করে মাজারের সবকিছু ভেঙে লুটপাট করে নিয়ে যায়।’
এ বিষয়ে আজ শনিবার যোগাযোগ করা হলে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল বিকেলে মাজারে তৌহিদি জনতা হামলা করে, পরে আগুন দেয়। তৌহিদি জনতার মধ্যে চরম উত্তেজনা থাকায় ঘটনাস্থলে পুলিশের যাওয়ার মতো পরিস্থিতি ছিল না। পরে রাত ৯টার দিকে সেনাবাহিনীর সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’
দিনাজপুরের ঘোড়াঘাটে পীর রহিম শাহ ভান্ডারীর মাজারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে স্থানীয় বিক্ষুব্ধ জনতা।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল শুক্রবার বিকেলে উপজেলার রাণীগঞ্জ বাজার থেকে একটি লাঠি মিছিল বের হয়। পরে মিছিল থেকে মাজারে হামলা চালানো হয়।
হামলাকারীদের দাবি, সিংড়া ইউনিয়নের বিরাহীমপুর গুচ্ছগ্রাম এলাকার ওই মাজারে প্রতিবছর ওরসের নামে গান-বাজনা, মাদক সেবনসহ নানা কর্মকাণ্ড চলে। প্রতিবাদ করলে সেটি বন্ধ না করে ২ থেকে ৪ মার্চ পর্যন্ত বার্ষিক ওরসের আয়োজন করা হয়। এর প্রতিবাদে গতকাল বিকেলে লাঠি মিছিল বের করলে বিক্ষুব্ধ জনতা প্যান্ডেল ও মাজারে আগুন দেয় এবং ভাঙচুর করে।
মাজারের খাদেম শহিদুল ইসলাম জিন্না জানান, তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এখানে দেশের বিভিন্ন প্রান্তের লোকজন সমবেত হয়ে ওয়াজ মাহফিল, বাউল গান, শিরনি বিতরণ ইত্যাদি কার্যক্রম পালন করেন।
শহিদুল বলেন, ‘আমাদের সমস্যাগুলো প্রশাসনকে আগে জানিয়েছিলাম। গতকাল (শুক্রবার) হঠাৎ করে কয়েক হাজার লোক আক্রমণ করে মাজারের সবকিছু ভেঙে লুটপাট করে নিয়ে যায়।’
এ বিষয়ে আজ শনিবার যোগাযোগ করা হলে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল বিকেলে মাজারে তৌহিদি জনতা হামলা করে, পরে আগুন দেয়। তৌহিদি জনতার মধ্যে চরম উত্তেজনা থাকায় ঘটনাস্থলে পুলিশের যাওয়ার মতো পরিস্থিতি ছিল না। পরে রাত ৯টার দিকে সেনাবাহিনীর সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’
রাজধানীর মিরপুরে রূপনগরে রাসায়নিকের গুদাম ও পোশাক কারখানায় আগুনের ঘটনার তৃতীয় দিনেও গুদাম থেকে ধোঁয়া উড়ছে। তবে আগামীকাল শুক্রবারের মধ্যে ধোঁয়া কমে আসবে বলে আশা করছেন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রি করপোরেশনের (বিসিআইসি) বিশেষজ্ঞ দলের সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ বিজ্ঞান ও জলবায়ু সহনশীলতা বিভা
১৫ মিনিট আগেসাদা পাথর লুটের মামলার অন্যতম আসামি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা আলফু মিয়া ও তাঁর ছেলে সিলেট আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। সিলেটের সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালত প্রাঙ্গণে বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।
২৪ মিনিট আগেঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের পাশ থেকে অজ্ঞাতনামা তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁদের বয়স আনুমানিক ৩৪, ৪০ ও ৬০ বছর।
১ ঘণ্টা আগেসিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের ঘোষণার দুদিন পরই সিলেট রেলওয়ে স্টেশন এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে প্রশাসন। আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে এই অভিযান শুরু হয়। অভিযানে রেলস্টেশনের সামনে বেশ কয়েকটি অবৈধ স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী
৩ ঘণ্টা আগে