Ajker Patrika

দুই শিশু মৃত্যুর ঘটনায় দোষী প্রমাণিত হলে ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৩ মার্চ ২০২২, ১৬: ৩৬
দুই শিশু মৃত্যুর ঘটনায় দোষী প্রমাণিত হলে ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নাপা সিরাপ খেয়ে দুই শিশুর মৃত্যুর ঘটনায় তদন্ত হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। তদন্তে কেউ দোষী প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। 

আজ রোববার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন আয়োজিত ২১তম আন্তর্জাতিক সম্মেলন শেষে এসব কথা বলেন মন্ত্রী। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওই ঘটনায় যে সমস্ত লোক জড়িত, যারা যারা দোষী প্রমাণিত হবেন, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, এরই মধ্যে ঔষধ প্রশাসন অধিদপ্তর ও স্বাস্থ্যসেবা বিভাগ যা ব্যবস্থা নেওয়ার প্রয়োজন সেসব ব্যবস্থা নিয়েছে। ঔষধ প্রশাসন ও স্বাস্থ্যসেবা বিভাগ এ বিষয়ে কাজ করছে।

এদিকে এ ঘটনায় সারা দেশ থেকে নির্ধারিত ব্যাচের (ব্যাচ নম্বর-৩২১১৩১২১) নাপা সিরাপের নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছে সরকার। একই সঙ্গে কারও কাছে  ওষুধ থাকলে দ্রুত নিকটস্থ কেমিস্ট অফিসকে অবহিত করতে এবং সেটি বিক্রি না করতে নির্দেশ দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত