Ajker Patrika

উত্তরায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, আগুন, পাল্টাপাল্টি ধাওয়া

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ০৪ আগস্ট ২০২৪, ১৩: ৫৬
Thumbnail image

রাজধানীর উত্তরার আজমপুর থেকে হাউজবিল্ডিং পর্যন্ত এবং রাজলক্ষ্মী থেকে আজমপুর পর্যন্ত এলাকায় অবস্থান নিয়েছেন বিক্ষোভকারীরা। বর্তমানে উত্তরা এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। আজ রোববার বেলা ১১টার পর থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরা এলাকায় যান চলাচল করতে দেখা যায়নি। 

সরেজমিনে দেখা যায়, উত্তরার উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজ, ৮ নম্বর সেক্টর হয়ে আলাউল অ্যাভিনিউ সড়ক, জমজম টাওয়ার থেকে হাউজবিল্ডিং এলাকা হয়ে আজমপুর রেলগেট থেকে বিএনএস সেন্টারের সামনের মহাসড়কে হাজারো শিক্ষার্থী অবস্থান নেন। মহাসড়কে পুলিশ না থাকলেও উত্তরা পূর্ব থানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

দুপুর ১২টার দিকে উত্তরা পূর্ব থানার সামনে পুলিশের সঙ্গে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ অন্য নেতা-কর্মীরা অবস্থান নেন। পরে সেখানে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। সেই সঙ্গে আজমপুর এলাকার সড়কে অগ্নিসংযোগ করেন বিক্ষোভকারীরা। 

দুপুর সোয়া ১২টার দিকে একজনকে আহত অবস্থায় কয়েজন ছাত্র ধরাধরি করে কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে, আরেকজনকে রিকশায় করে ৭ নম্বর সেক্টরের হাসপাতালের দিকে নিয়ে যেতে দেখা যায়। 

রাজধানীর উত্তরায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিক্ষোভকারীরা। উত্তরার বিএনএস সেন্টারের উভয় পাশে রোববার বেলা ১১টার দিকে অবস্থান নিয়ে রাস্তা বন্ধ করে দেন তাঁরা। তবে মহাসড়কে পুলিশ ও আওয়ামী লীগের উপস্থিতি অন্যান্য দিনের তুলনায় তেমন একটা লক্ষ করা যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত