Ajker Patrika

যৌন হয়রানির অভিযোগে জাবি শিক্ষার্থী বহিষ্কার

জাবি প্রতিনিধি
Thumbnail image

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে এক ছাত্রকে ১ বছরের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বহিষ্কৃত ছাত্র মামুনুর রশীদ বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। 

আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের ৩০৮ তম সিন্ডিকেটের কার্যবিবরণী থেকে এ বিষয়টি জানা গেছে। সেই সঙ্গে বহিষ্কৃত মামুনুর রশীদকে যথাযথ মানসিক স্বাস্থ্য সেবা প্রদানের জন্য পরিবারকে অনুরোধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (কাউন্সিল) বি এম কামরুজ্জামান স্বাক্ষরিত কার্যবিবরণীতে উল্লেখ করা হয়, ‘চিকিৎসা কেন্দ্রের নার্সকে যৌন হয়রানির জন্য মো. মামুনুর রশীদকে এক বছরের জন্য বহিষ্কার করা হলো। এ সময় সে শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ ও আবাসিক হলে অবস্থান করতে পারবে না।’ 

গত ৪ জুন বিশ্ববিদ্যালয় প্রাথমিক চিকিৎসা কেন্দ্রের ঘটনায় প্রক্টর বরাবর অভিযোগ করেন ভুক্তভোগী নার্স। অভিযোগপত্রে উল্লেখ করা হয়, ‘মামুনুর রশীদকে ইনজেকশন দেওয়ার সময় আমার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয়। ওই সময় আমি চিৎকার করলে আমার সহকর্মীরা ডিউটি রুমে এসে উপস্থিত হয়। উক্ত ছাত্র তখন সরে দাঁড়ায়। এ ঘটনায় আমি মানসিকভাবে বিপর্যস্ত। আমার ওপর সংঘটিত এই যৌন হয়রানির সুষ্ঠু বিচার কামনা করছি।’ 

এ দিকে ওই শিক্ষার্থীর সহপাঠীরা জানায়, মামুনুর রশীদ ঘটনার সময় মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত