ভোট বিপ্লব ঘটানোর ঘোষণা দিয়ে ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত নির্বাচনী প্রচার শুরু করেছেন। আজ মঙ্গলবার দুপুর ১২টায় ক্যান্টনমেন্ট থানার অন্তর্গত কালীবাড়ি থেকে তিনি প্রচারে নামেন।
প্রচারে নেমেই মোহাম্মদ এ আরাফাত বলেন, ‘তাঁরা (বিএনপি) যত ভোটের বিপক্ষে থাকবে, আমরা ততটাই ভোট বিপ্লব ঘটাব।’
বাংলাদেশ আজ জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে জানিয়ে আরাফাত বলেন, ‘এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ৭ জানুয়ারি নৌকা মার্কায় ভোট বিপ্লবের মাধ্যমে সকল দেশি-বিদেশি চক্রান্তকারী যেন নির্বাচনী পরিবেশ বিনষ্ট করতে না পারে, সে জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একটি আধুনিক, প্রগতিশীল ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আগামী নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করে জননেত্রী, দেশরত্ন শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনতে হবে।’
আরাফাত আরও বলেন, ‘নির্বাচন প্রতিহত করতে বিএনপি-জামায়াত আবারও অগ্নিসন্ত্রাস শুরু করেছে। তারা বাসে ও ট্রেনে আগুন ধরিয়ে দিচ্ছে। সাধারণ জনগণের জানমালের ক্ষয়ক্ষতি করছে স্বাধীনতাবিরোধী এই চক্র। সকল অপশক্তিকে আমরা মোকাবিলা করে স্বাধীনতার মার্কা নৌকা মার্কায় ভোট দিতে হবে।’
ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাতের (নৌকা) বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) প্রার্থী এস এম আবুল কালাম আজাদ (টেলিভিশন), বিকল্পধারা বাংলাদেশের প্রার্থী মো. আইনুল হক (কুলা), তৃণমূল বিএনপির প্রার্থী কাজী শফিউল বাশার (সোনালি আঁশ), ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী গোলাম ফারুক মজনু (আম), বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী শাহ আলম (একতারা) এবং স্বতন্ত্র প্রার্থী আরাফাত আশওয়াদ ইসলাম (বেলুন) প্রতীক পেয়েছেন।
ঢাকা-১৭ আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ায় একেবারে সহজ প্রতিপক্ষের সঙ্গে লড়ছেন আওয়ামী লীগের উদীয়মান নেতা মোহাম্মদ এ আরাফাত।
দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য হতে দৃশ্যমান কোনো প্রতিদ্বন্দ্বিতায় পড়তে হবে না বলে মনে করছেন এ আসনের সাধারণ ভোটারেরা।
ভোট বিপ্লব ঘটানোর ঘোষণা দিয়ে ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত নির্বাচনী প্রচার শুরু করেছেন। আজ মঙ্গলবার দুপুর ১২টায় ক্যান্টনমেন্ট থানার অন্তর্গত কালীবাড়ি থেকে তিনি প্রচারে নামেন।
প্রচারে নেমেই মোহাম্মদ এ আরাফাত বলেন, ‘তাঁরা (বিএনপি) যত ভোটের বিপক্ষে থাকবে, আমরা ততটাই ভোট বিপ্লব ঘটাব।’
বাংলাদেশ আজ জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে জানিয়ে আরাফাত বলেন, ‘এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ৭ জানুয়ারি নৌকা মার্কায় ভোট বিপ্লবের মাধ্যমে সকল দেশি-বিদেশি চক্রান্তকারী যেন নির্বাচনী পরিবেশ বিনষ্ট করতে না পারে, সে জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একটি আধুনিক, প্রগতিশীল ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আগামী নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করে জননেত্রী, দেশরত্ন শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনতে হবে।’
আরাফাত আরও বলেন, ‘নির্বাচন প্রতিহত করতে বিএনপি-জামায়াত আবারও অগ্নিসন্ত্রাস শুরু করেছে। তারা বাসে ও ট্রেনে আগুন ধরিয়ে দিচ্ছে। সাধারণ জনগণের জানমালের ক্ষয়ক্ষতি করছে স্বাধীনতাবিরোধী এই চক্র। সকল অপশক্তিকে আমরা মোকাবিলা করে স্বাধীনতার মার্কা নৌকা মার্কায় ভোট দিতে হবে।’
ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাতের (নৌকা) বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) প্রার্থী এস এম আবুল কালাম আজাদ (টেলিভিশন), বিকল্পধারা বাংলাদেশের প্রার্থী মো. আইনুল হক (কুলা), তৃণমূল বিএনপির প্রার্থী কাজী শফিউল বাশার (সোনালি আঁশ), ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী গোলাম ফারুক মজনু (আম), বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী শাহ আলম (একতারা) এবং স্বতন্ত্র প্রার্থী আরাফাত আশওয়াদ ইসলাম (বেলুন) প্রতীক পেয়েছেন।
ঢাকা-১৭ আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ায় একেবারে সহজ প্রতিপক্ষের সঙ্গে লড়ছেন আওয়ামী লীগের উদীয়মান নেতা মোহাম্মদ এ আরাফাত।
দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য হতে দৃশ্যমান কোনো প্রতিদ্বন্দ্বিতায় পড়তে হবে না বলে মনে করছেন এ আসনের সাধারণ ভোটারেরা।
বিদ্যালয়সংলগ্ন একটি পুকুরের পানি টানা বৃষ্টিতে উপচে মাঠে ঢুকে হাঁটুপানি জমেছে। মাঠটি সাহেবাবাদ ডিগ্রি কলেজের হলেও ব্যবহার করে থাকে লতিফা ইসমাইল উচ্চ বিদ্যালয়। সরেজমিনে দেখা যায়, মাঠে পুকুরের মাছ ভেসে বেড়াচ্ছে, চারা ও ছোট গাছ ডুবে আছে। এ অবস্থায় দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা না করলে বিদ্যালয়ের...
৪ মিনিট আগেনিহত সিয়ামের বাড়ি মাদারীপুর জেলার হাটুপাড়া গ্রামে। তার বাবার নাম মো. আলী আকবর। সিয়াম ঢাকার বংশাল এলাকায় একটি গ্যারেজে মেকানিক হিসেবে কাজ করতেন। বৃহস্পতিবার রাতে বন্ধুদের সঙ্গে মাওয়া ঘুরতে গিয়ে শুক্রবার সকালে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তিনি।
২০ মিনিট আগেপ্রতিষ্ঠানের মালিক মো. জামিনুর রহমান বলেন, ডিও অনুযায়ী গত ৩ আগস্ট সরকার টাঙ্গাইল জেলা আনসার ও গ্রাম পুলিশকে চালগুলো বরাদ্দ দেয়। বরাদ্দের নিয়ম অনুযায়ী টাঙ্গাইলের মেসার্স নিলয় ট্রেডার্স তা ক্রয় করে আমার কাছে বিক্রি করে। তিনি দাবি করেন, রসিদের ভিত্তিতে চালগুলো ক্রয় করেছেন।
১ ঘণ্টা আগেহাটের নির্দিষ্ট কোনো দিন নেই। মূলত চাষাবাদের মৌসুম শেষে কিংবা জমি প্রস্তুতির সময় এখানে ভিড় বাড়ে। ঈশ্বরগঞ্জ ও নান্দাইল ছাড়াও পাশের ত্রিশাল, গফরগাঁও, হোসেনপুর, তাড়াইল ও গৌরীপুরের কৃষকেরাও কম দামে কৃষিযন্ত্র কিনতে আসেন।
১ ঘণ্টা আগে