Ajker Patrika

টেকনাফে পৃথক অভিযানে ১ লাখ ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

কক্সবাজার প্রতিনিধি
ইয়াবাসহ আটক দুই রোহিঙ্গা। ছবি: সংগৃহীত
ইয়াবাসহ আটক দুই রোহিঙ্গা। ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফের নাফ নদ সীমান্তে পৃথক অভিযান চালিয়ে এক লাখ ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে আটক করা হয়েছে। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।

আটক ব্যক্তিরা হলেন— মিয়ানমারের রাখাইনের মংডু থানার নাগপুরা এলাকার সাব্বির আহমদের ছেলে মো. রফিক মিয়া (৪২) ও আব্দুল হাকিমের ছেলে মো. রুহুল আমিন (২৫)।

লে. কর্নেল মহিউদ্দীন আহমেদ বলেন, ‘সোমবার ভোরে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের শ্মশানঘাট এলাকা দিয়ে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান খবর পায় বিজিবি। এ খবরের ভিত্তিতে বিজিবির একটি দল সেখানে অভিযান চালায়। একপর্যায়ে নাফ নদের শূন্যরেখা অতিক্রম করে একটি ব্যাগসহ দুই ব্যক্তিকে কূলের দিকে আসতে দেখে বিজিবি থামার সংকেত দেয়।’

এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ধাওয়া দিয়ে তাঁদের আটক করা হয়। পরে তাঁদের সঙ্গে থাকা ব্যাগটি তল্লাশি করে ৫০ হাজার ইয়াবা জব্দ করা হয়।

এদিকে ভোরে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের নাফ নদের উনচিপ্রাং পয়েন্ট দিয়ে পাচার হয়ে আসা ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ। তিনি বলেন, ‘ইয়াবাসহ আটক দুই রোহিঙ্গার বিরুদ্ধে টেকনাফ থানায় সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত