উত্তরা (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর দক্ষিণখানে বেতন-ভাতার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন দুটি গার্মেন্টসের শ্রমিকেরা। আজ বুধবার সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত এই আন্দোলন করেন দক্ষিণখানের কসাইবাড়ী এলাকায় ইন্ট্রাকো ফ্যাশন লিমিটেড ও ইন্ট্রাকো ডিজাইন লিমিটেড নামের দুটি কারখানার শ্রমিকেরা। এতে হাজারো শ্রমিক অংশ নেন।
পরে দক্ষিণখানের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে বেলা দেড়টা পর্যন্ত এই আন্দোলন চলে।
আন্দোলনরত এক শ্রমিক আজকের পত্রিকাকে বলেন, ‘ঢাকা শহরে আমরা ভাড়া থাকি। সবকিছু কিনে খাই। টাকার জন্য আমরা গার্মেন্টসে চাকরি করি। এক মাসে শেষ হয়ে গিয়ে আরেক মাস চলে এসেছে, দুই মাসের বেতন-ভাতা নাই। অথচ আমাদের বেতন-ভাতার কোনো খবর নাই। অথচ দুই মাসের বাসা ভাড়ার জন্য, দোকানের বকেয়ার জন্য আমাদের চাপ দিচ্ছে। আমদের বেতন না দিলে বাসা ভাড়া দেব কি করে? খাব কী?’
আন্দোলনরত শ্রমিকেরা বলেন, ‘আমাদের দিয়ে গার্মেন্টসের মালিকেরা কাজ করায় ঠিকই। কিন্তু বেতন-ভাতা দিতে চায় না। বেতন দিতে গেলেই মালিক কর্তৃপক্ষের গা জ্বলে। যার কারণে প্রায় প্রতি মাসেই আমাদের আন্দোলন করে বেতন নিতে হয়।’
এ সময় শ্রমিকেরা জানান, গত রোজার ঈদের আগেও তাঁরা এক সপ্তাহ বেতন-ভাতা ও ঈদ বোনাসের দাবিতে আন্দোলন করেছেন। গার্মেন্টসের মালিকেরা তাঁদের বারবার আশ্বাস দিয়ে ভঙ্গ করেছে। পরে বাধ্য হয়ে এক ঘণ্টারও বেশি সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জসীমউদ্দীন অবরোধ করেছিলেন তাঁরা। এতে পুলিশের লাঠিপেটা ও টিয়ারশেলে তাঁদের কয়েজন শ্রমিক আহতও হন। এরপর সে সময় পুলিশের সহযোগিতায় কিছু বেতন পেয়েছিলেন তাঁরা। রোজার ঈদ শেষ হয়ে গেছে। পুনরায় কাজে ফিরে কাজ করেছেন। কিন্তু মাস শেষ হওয়ার পরও মালিক কর্তৃপক্ষ বেতন দিচ্ছে না।
এ বিষয়ে দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মামুনুর রহমান আজকের পত্রিকাকে বলেন, দক্ষিণখানের ইন্ট্রাকো ফ্যাশন লিমিটেড ও ইন্ট্রাকো ডিজাইন লিমিটেড নামের দুটি কারখানার শ্রমিকেরা আন্দোলন করেছেন। সেই সঙ্গে বিক্ষোভ মিছিল নিয়ে থানা এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেছেন। পরে বেতন দেওয়ার আশ্বাস দিলে তাঁরা দুপুরের খাবার খেতে চলে যান। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
রাজধানীর দক্ষিণখানে বেতন-ভাতার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন দুটি গার্মেন্টসের শ্রমিকেরা। আজ বুধবার সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত এই আন্দোলন করেন দক্ষিণখানের কসাইবাড়ী এলাকায় ইন্ট্রাকো ফ্যাশন লিমিটেড ও ইন্ট্রাকো ডিজাইন লিমিটেড নামের দুটি কারখানার শ্রমিকেরা। এতে হাজারো শ্রমিক অংশ নেন।
পরে দক্ষিণখানের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে বেলা দেড়টা পর্যন্ত এই আন্দোলন চলে।
আন্দোলনরত এক শ্রমিক আজকের পত্রিকাকে বলেন, ‘ঢাকা শহরে আমরা ভাড়া থাকি। সবকিছু কিনে খাই। টাকার জন্য আমরা গার্মেন্টসে চাকরি করি। এক মাসে শেষ হয়ে গিয়ে আরেক মাস চলে এসেছে, দুই মাসের বেতন-ভাতা নাই। অথচ আমাদের বেতন-ভাতার কোনো খবর নাই। অথচ দুই মাসের বাসা ভাড়ার জন্য, দোকানের বকেয়ার জন্য আমাদের চাপ দিচ্ছে। আমদের বেতন না দিলে বাসা ভাড়া দেব কি করে? খাব কী?’
আন্দোলনরত শ্রমিকেরা বলেন, ‘আমাদের দিয়ে গার্মেন্টসের মালিকেরা কাজ করায় ঠিকই। কিন্তু বেতন-ভাতা দিতে চায় না। বেতন দিতে গেলেই মালিক কর্তৃপক্ষের গা জ্বলে। যার কারণে প্রায় প্রতি মাসেই আমাদের আন্দোলন করে বেতন নিতে হয়।’
এ সময় শ্রমিকেরা জানান, গত রোজার ঈদের আগেও তাঁরা এক সপ্তাহ বেতন-ভাতা ও ঈদ বোনাসের দাবিতে আন্দোলন করেছেন। গার্মেন্টসের মালিকেরা তাঁদের বারবার আশ্বাস দিয়ে ভঙ্গ করেছে। পরে বাধ্য হয়ে এক ঘণ্টারও বেশি সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জসীমউদ্দীন অবরোধ করেছিলেন তাঁরা। এতে পুলিশের লাঠিপেটা ও টিয়ারশেলে তাঁদের কয়েজন শ্রমিক আহতও হন। এরপর সে সময় পুলিশের সহযোগিতায় কিছু বেতন পেয়েছিলেন তাঁরা। রোজার ঈদ শেষ হয়ে গেছে। পুনরায় কাজে ফিরে কাজ করেছেন। কিন্তু মাস শেষ হওয়ার পরও মালিক কর্তৃপক্ষ বেতন দিচ্ছে না।
এ বিষয়ে দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মামুনুর রহমান আজকের পত্রিকাকে বলেন, দক্ষিণখানের ইন্ট্রাকো ফ্যাশন লিমিটেড ও ইন্ট্রাকো ডিজাইন লিমিটেড নামের দুটি কারখানার শ্রমিকেরা আন্দোলন করেছেন। সেই সঙ্গে বিক্ষোভ মিছিল নিয়ে থানা এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেছেন। পরে বেতন দেওয়ার আশ্বাস দিলে তাঁরা দুপুরের খাবার খেতে চলে যান। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড়ি এলাকার বনাঞ্চলে শুষ্ক মৌসুম শুরু হতেই প্রায় প্রতিদিন ঘটছে অগ্নিকাণ্ড। মরে যাচ্ছে শাল-গজারি গাছের চারা। বনের কীটপতঙ্গ ও পশুপাখিও মারা যাচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে গুল্মজাতীয় ঔষধি লতাপাতা ও বনের গাছ। এতে হুমকির মুখে পড়ছে জীববৈচিত্র্য।
২৩ মিনিট আগেরাজশাহীর দুর্গাপুরে কৃষকেরা চাষের জমিতে লবণ প্রয়োগ করছেন। সেই সঙ্গে দেওয়া হচ্ছে ডিটারজেন্ট পাউডার, শ্যাম্পুসহ নানা ক্ষতিকর রাসায়নিক পদার্থ। চাষিরা বলছেন, এতে সাময়িকভাবে ফসলের উৎপাদন বাড়ছে। কিন্তু ধীরে ধীরে লবণাক্ত হয়ে পড়ছে এই অঞ্চলের জমিগুলো। ফলে দীর্ঘ মেয়াদে ফলন বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগেপুরোনো কার্ডধারী হয়েও স্মার্ট কার্ড না পাওয়ায় টিসিবি পণ্য থেকে বঞ্চিত হচ্ছে চাঁদপুরের কচুয়া উপজেলার ১৬ হাজার ১১০টি পরিবার। তাঁরা রমজান মাসেও পাচ্ছেন না স্বল্পমূল্যের টিসিবির পণ্য। এতে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। বাধ্য হয়ে বাজারমূল্যে পণ্য কিনতে হচ্ছে পরিবারগুলোকে।
১ ঘণ্টা আগেরাজধানীর রামপুরায় ১৪ বছর বয়সী কিশোরী মেয়েকে ধর্ষণের মামলায় রিকশাচালক বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন তিনি। কিছুদিন আগে ওই কিশোরীর মায়ের মৃত্যু হয়...
১ ঘণ্টা আগে