Ajker Patrika

আ.লীগ নেতা মুকুল বোসের মরদেহ ঢাকার পথে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৩ জুলাই ২০২২, ১৭: ৪৭
আ.লীগ নেতা মুকুল বোসের মরদেহ ঢাকার পথে

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মুকুল বোসের মরদেহ আজ রোববার ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইটে ভারতের চেন্নাই থেকে ঢাকায় পৌঁছাবে। ইউএস-বাংলার বিএস-২০৬ ফ্লাইটটি চেন্নাই থেকে মুকুল বোসের মরদেহ নিয়ে নির্ধারিত সময়সূচি অনুযায়ী বিকেল ৫টা ৪৫ মিনিটে ঢাকায় অবতরণ করবে। 

আজ রোববার বিকেলে ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আশা করা যাচ্ছে ইউএস-বাংলার ফ্লাইটটি চেন্নাইয়ের স্থানীয় সময় বেলা ২টা ৪৫ মিনিটে উড্ডয়ন করে ঢাকার স্থানীয় সময় বিকেল ৫টা ৪৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। 

মুকুল বোস গতকাল শনিবার ভোর ৫টা ২০ মিনিটে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। বীর মুক্তিযোদ্ধা ও প্রখ্যাত রাজনীতিবিদ মুকুল বোসের অকালমৃত্যুতে ইউএস-বাংলা পরিবার শোক প্রকাশ করেছে। 

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত