Ajker Patrika

ছয় দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৫ মে ২০২৫, ১৩: ৪৬
জাতীয় প্রেসক্লাবের সামনে স্বাস্থ্য সহকারীরা। ছবি: আজকের পত্রিকা
জাতীয় প্রেসক্লাবের সামনে স্বাস্থ্য সহকারীরা। ছবি: আজকের পত্রিকা

নিয়োগবিধি সংশোধন, পদোন্নতিসহ ছয় দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে স্বাস্থ্য সহকারীরা। আজ রোববার সকাল থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেছে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন, কেন্দ্রীয় পরিষদ।

তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে—

১. নিয়োগবিধি সংশোধন করে স্নাতক বা সমমান এবং ১৪ তম গ্রেড দেওয়া,

২. ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণ সনদ প্রাপ্তদের ১১ তম গ্রেড প্রদানসহ টেকনিক্যাল পদমর্যাদা প্রদান,

৩. পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড নিশ্চিত করতে হবে,

জাতীয় প্রেসক্লাবের সামনে স্বাস্থ্য সহকারীরা। ছবি: আজকের পত্রিকা
জাতীয় প্রেসক্লাবের সামনে স্বাস্থ্য সহকারীরা। ছবি: আজকের পত্রিকা

৪. স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য পরিদর্শকেরা পূর্বের নিয়োগ বিধি দ্বারা নিয়োগপ্রাপ্ত হলেও সবাইকে প্রশিক্ষণবিহীন স্নাতক পাশ স্কেলে আত্তীকরণ করতে হবে,

৫. বেতন স্কেল উন্নতি/পুনর্নির্ধারণের পূর্বে স্বাস্থ্য সহকারী/সহকারী স্বাস্থ্য পরিদর্শক/স্বাস্থ্য পরিদর্শকেরা যত সংখ্যক টাইম স্কেল (১ /২ /৩ টি) /উচ্চতর স্কেল (১ /২ টি) প্রাপ্ত/প্রাপ্ত হয়েছেন তা উন্নীত পুনর্নির্ধারিত বেতন স্কেলের সঙ্গে যোগ করতে হবে এবং

৬. পূর্বে ইন সার্ভিস ডিপ্লোমা (এস আই টি) কোর্স সম্পন্নকারী স্বাস্থ্য সহকারী/সহকারী স্বাস্থ্য পরিদর্শক/স্বাস্থ্য পরিদর্শকেরা ডিপ্লোমা সম্পন্নকারী সমমান হিসেবে গণ্য করতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত