সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
মুন্সিগঞ্জের সিরাজদিখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কে ধলেশ্বরী টোল প্লাজায় যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে তিনজন যাত্রী আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি। আজ শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসটির যান্ত্রিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও টোল প্লাজায় কর্মরত শ্রমিকেরা জানান, ইসলাম পরিবহনের একটি বাস ঢাকা থেকে কুয়াকাটা যাচ্ছিল। বাসটি ধলেশ্বরী টোল প্লাজায় পৌঁছে টোল আদায় করার সময় দুপুর সোয়া ১২টার দিকে হঠাৎ বাসের ইঞ্জিনে আগুন লেগে যায় এবং মুহূর্তেই পুরো বাসে আগুন ছড়িয়ে পড়ে।
পরে টোল প্লাজার লোকজন বাসের কাচ ভেঙে যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সামান্য আহত তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
বাসটি ছাড়াও আগুনে টোল প্লাজার মেইন কেব্ল, কম্পিউটার, ১০টি সিসি ক্যামেরা এবং একটি ডায়নামিক ম্যাসেজ সাইনের (ডিএমএস) ৫০ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
মুন্সিগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী নাহিন রেজা বলেন, দুপুরে টোল বুথে বাসটি পৌঁছালে অগ্নিকাণ্ড ঘটে। প্রাথমিক ধারণা করা হচ্ছে, বাসটির যান্ত্রিক ত্রুটি থেকে এ অগ্নিকাণ্ড ঘটেছে।
সিরাজদিখান ফায়ার সার্ভিসের ইনচার্জ বাদল রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ শুক্রবার দুপুর ১২টা ১৬ মিনিটে তাঁরা আগুনের খবর পায়। পরে স্টেশনের দুটি ইউনিটের ২০ মিনিটের চেষ্টায় বাসের আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষতিগ্রস্ত বাসটিকে সরিয়ে নেওয়া হচ্ছে। অগ্নিকাণ্ড কী কারণে ঘটেছে সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।
মুন্সিগঞ্জের সিরাজদিখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কে ধলেশ্বরী টোল প্লাজায় যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে তিনজন যাত্রী আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি। আজ শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসটির যান্ত্রিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও টোল প্লাজায় কর্মরত শ্রমিকেরা জানান, ইসলাম পরিবহনের একটি বাস ঢাকা থেকে কুয়াকাটা যাচ্ছিল। বাসটি ধলেশ্বরী টোল প্লাজায় পৌঁছে টোল আদায় করার সময় দুপুর সোয়া ১২টার দিকে হঠাৎ বাসের ইঞ্জিনে আগুন লেগে যায় এবং মুহূর্তেই পুরো বাসে আগুন ছড়িয়ে পড়ে।
পরে টোল প্লাজার লোকজন বাসের কাচ ভেঙে যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সামান্য আহত তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
বাসটি ছাড়াও আগুনে টোল প্লাজার মেইন কেব্ল, কম্পিউটার, ১০টি সিসি ক্যামেরা এবং একটি ডায়নামিক ম্যাসেজ সাইনের (ডিএমএস) ৫০ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
মুন্সিগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী নাহিন রেজা বলেন, দুপুরে টোল বুথে বাসটি পৌঁছালে অগ্নিকাণ্ড ঘটে। প্রাথমিক ধারণা করা হচ্ছে, বাসটির যান্ত্রিক ত্রুটি থেকে এ অগ্নিকাণ্ড ঘটেছে।
সিরাজদিখান ফায়ার সার্ভিসের ইনচার্জ বাদল রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ শুক্রবার দুপুর ১২টা ১৬ মিনিটে তাঁরা আগুনের খবর পায়। পরে স্টেশনের দুটি ইউনিটের ২০ মিনিটের চেষ্টায় বাসের আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষতিগ্রস্ত বাসটিকে সরিয়ে নেওয়া হচ্ছে। অগ্নিকাণ্ড কী কারণে ঘটেছে সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রদল নেতা জুবায়েদ হোসেনের মরদেহ কুমিল্লার হোমনা উপজেলার কৃষ্ণপুর গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। আজ সোমবার মাগরিবের পর দ্বিতীয় জানাজা শেষে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হয়। এর আগে সন্ধ্যায় অ্যাম্বুলেন্সে করে জুবায়েদের মরদেহ গ্রামের বাড়ি কৃষ্ণপুরে নিয়ে...
৭ মিনিট আগেঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে সড়কের পাশে যুবদলের স্থাপিত একটি তোরণ ভেঙে পড়েছে বিআরটিসির যাত্রীবাহী বাসের সামনে। এতে মুহূর্তেই যাত্রী ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সোমবার (২০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে কদমতলী গোলচত্বর এলাকায় এ ঘটনা ঘটে।
১৭ মিনিট আগেসিরাজগঞ্জের সলঙ্গায় নবজাতক চুরির দায়ে আলপনা খাতুন নামের এক নারীকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
২০ মিনিট আগেগণতন্ত্রে বিশ্বাসীরা কখনো অন্য দলের রাজনীতি নিষিদ্ধের কথা বলতে পারে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। আজ সোমবার সাতক্ষীরার তালা ফুটবল মাঠে জামায়াতে ইসলামী আয়োজিত ছাত্র-যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এ মন্তব্য করেন।
২৯ মিনিট আগে