নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশের শ্রমজীবীদের জন্য রেশনিং ব্যবস্থা চালুসহ ৪ দফা দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। আজ বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ দাবি জানান জোটের নেতারা।
অন্যান্য দাবির মধ্যে রয়েছে—চাল, ডালসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি রোধ করা; ন্যায্যমূল্যের দোকান চালু করা ও সিন্ডিকেট দৌরাত্ম্য বন্ধ করা।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, রমজানের আগেই বর্তমানে চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় প্রতিটি পণ্যের দাম আকাশছোঁয়া। দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির কারণে দেশের সাধারণ মানুষের নাভিশ্বাস ওঠার অবস্থা। মানুষের জীবন আজ দুর্বিষহ হয়ে উঠেছে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে নিত্যপ্রয়োজনীয় প্রতিটি পণ্যের সরবরাহ স্বাভাবিক আছে, রমজান মাসে দাম বাড়বে না। কিন্তু বাজারে এর কোনো প্রভাব দেখা যাচ্ছে না। প্রতিনিয়ত বাড়ছে জিনিসপত্রের দাম।
বক্তারা আরও বলেন, সরকার এক কোটি মানুষকে রেশনিং ব্যবস্থার আওতায় আনার কথা বলছে। কিন্তু মাত্র এক কোটি মানুষকে রেশনিং ব্যবস্থার আওতায় আনলে সমস্যার সমাধান হবে না। শ্রমজীবী সবাইকে এই রেশনিং ব্যবস্থার আওতায় আনতে হবে। ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করা টিসিবির ট্রাকের সংখ্যা সারা দেশে বাড়াতে হবে ৷ তা না হলে শ্রমজীবীদের দুঃখ-দুর্দশা লাঘব হবে না।
অবিলম্বে বাজার সিন্ডিকেট ভেঙে দেওয়ার আহ্বান জানিয়ে তাঁরা আরও বলেন, বাজার সিন্ডিকেট না ভাঙতে পারলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসবে না। সরকার দেশের মানুষের দুঃখ-দুর্দশার কথা ভাবে না। তাই বিরোধী দলের নেতা-কর্মীদের একত্রিত হয়ে আন্দোলন করে বর্তমান সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে।
বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়কারী বজলুর রশিদ ফিরোজের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ সমাজতান্ত্রিক পার্টির সভাপতি আব্দুল আলী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক মিহির ঘোষ, বাংলাদেশ ইউনাইটেড কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সদস্য নজরুল ইসলাম, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) কেন্দ্রীয় নেতা মাসুদ রানা।
বিক্ষোভ সমাবেশ শেষে বাম গণতান্ত্রিক জোটের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক ঘুরে পল্টন মোড়ে গিয়ে শেষ হয়।
দেশের শ্রমজীবীদের জন্য রেশনিং ব্যবস্থা চালুসহ ৪ দফা দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। আজ বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ দাবি জানান জোটের নেতারা।
অন্যান্য দাবির মধ্যে রয়েছে—চাল, ডালসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি রোধ করা; ন্যায্যমূল্যের দোকান চালু করা ও সিন্ডিকেট দৌরাত্ম্য বন্ধ করা।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, রমজানের আগেই বর্তমানে চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় প্রতিটি পণ্যের দাম আকাশছোঁয়া। দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির কারণে দেশের সাধারণ মানুষের নাভিশ্বাস ওঠার অবস্থা। মানুষের জীবন আজ দুর্বিষহ হয়ে উঠেছে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে নিত্যপ্রয়োজনীয় প্রতিটি পণ্যের সরবরাহ স্বাভাবিক আছে, রমজান মাসে দাম বাড়বে না। কিন্তু বাজারে এর কোনো প্রভাব দেখা যাচ্ছে না। প্রতিনিয়ত বাড়ছে জিনিসপত্রের দাম।
বক্তারা আরও বলেন, সরকার এক কোটি মানুষকে রেশনিং ব্যবস্থার আওতায় আনার কথা বলছে। কিন্তু মাত্র এক কোটি মানুষকে রেশনিং ব্যবস্থার আওতায় আনলে সমস্যার সমাধান হবে না। শ্রমজীবী সবাইকে এই রেশনিং ব্যবস্থার আওতায় আনতে হবে। ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করা টিসিবির ট্রাকের সংখ্যা সারা দেশে বাড়াতে হবে ৷ তা না হলে শ্রমজীবীদের দুঃখ-দুর্দশা লাঘব হবে না।
অবিলম্বে বাজার সিন্ডিকেট ভেঙে দেওয়ার আহ্বান জানিয়ে তাঁরা আরও বলেন, বাজার সিন্ডিকেট না ভাঙতে পারলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসবে না। সরকার দেশের মানুষের দুঃখ-দুর্দশার কথা ভাবে না। তাই বিরোধী দলের নেতা-কর্মীদের একত্রিত হয়ে আন্দোলন করে বর্তমান সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে।
বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়কারী বজলুর রশিদ ফিরোজের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ সমাজতান্ত্রিক পার্টির সভাপতি আব্দুল আলী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক মিহির ঘোষ, বাংলাদেশ ইউনাইটেড কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সদস্য নজরুল ইসলাম, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) কেন্দ্রীয় নেতা মাসুদ রানা।
বিক্ষোভ সমাবেশ শেষে বাম গণতান্ত্রিক জোটের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক ঘুরে পল্টন মোড়ে গিয়ে শেষ হয়।
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) যৌন হয়রানির অভিযোগে এক অধ্যাপককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি হলেন পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. রশীদুল ইসলাম। গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলীর নির্দেশক্রমে রেজিস্ট্রার ড. মো. হারুন-অর রশিদ স্বাক্ষরিত এক
১০ মিনিট আগেকুড়িগ্রামের নাগেশ্বরীতে পল্লিচিকিৎসক আলমগীর হোসেনের ভুল চিকিৎসায় নুরজাহান (৯) নামের এক শিশুর সারা শরীর ঝলসে গেছে বলে অভিযোগ উঠেছে। রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের বার্ন ইউনিটের বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছে শিশুটি। হাসপাতালের চিকিৎসক মোহাম্মদ নূরুন্নবী বলেছেন, রোগীর শারীরিক অবস্থা দেখে প্রাথমিকভাবে
১৫ মিনিট আগেনলডাঙ্গা মাধনগর রেলস্টেশনের পলাশীতলা রেললাইনে লোহার শিকল পেঁচিয়ে তালাবদ্ধ করে নাশকতার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রেল কর্তৃপক্ষ ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিকল কেটে রেললাইন শঙ্কামুক্ত করেন। এ ঘটনায় ঢাকা ছেড়ে আসা আন্তনগর একটি ট্রেন ১ ঘণ্টা বিলম্বে যাত্রা করে।
২০ মিনিট আগেগত বছর বাংলাদেশে চলমান জুলাই আন্দোলনে সংহতি প্রকাশ করায় সংযুক্ত আরব আমিরাতে আটক ২৬ জন প্রবাসী বাংলাদেশিকে দ্রুত মুক্তি ও দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ডায়াস্পোরা অ্যালায়েন্স।
২৫ মিনিট আগে