নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর উত্তরায় র্যাব পরিচয়ে নগদের ডিস্ট্রিবিউটরের কাছ থেকে কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে চাকরিচ্যুত পুলিশ সদস্য ও সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট রয়েছেন। এ ছাড়া ছিনতাইয়ের কাজে ব্যবহৃত মাইক্রোবাসসহ বিপুল অর্থ উদ্ধার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৯ জুন) সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে ডিএমপির উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলাম সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. হাসান, চাকরিচ্যুত পুলিশ সদস্য গোলাম মোস্তফা ওরফে শাহিন, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট শেখ মো. জালাল উদ্দিন ওরফে রবিউল, মো. ইমদাদুল শরীফ ও মো. সাইফুল ইসলাম ওরফে শিপন। অভিযানে উদ্ধার করা হয়েছে নগদ ২২ লাখ ১০ হাজার ৭৮০ টাকা, ব্যাংকে গচ্ছিত আরও ১২ লাখ টাকা ও ছিনতাইয়ের কাজে ব্যবহৃত হায়েস গাড়ি।
এর আগে ১৪ জুন সকালে নগদ কোম্পানির ডিস্ট্রিবিউটর আব্দুল খালেক নয়নের উত্তরা ১২ নম্বর সেক্টরের বাসা থেকে চার কর্মচারী চারটি ব্যাগে ১ কোটি ৮ লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে নগদের অফিসে যাচ্ছিলেন। পথে ১২ ও ১৩ নম্বর সড়কের সংযোগস্থলে কালো রঙের একটি হায়েস মাইক্রোবাস গতিরোধ করে।
‘র্যাব’ লেখা কটি পরা, মুখোশধারী ছয় থেকে সাতজন অস্ত্রধারী ব্যক্তি গাড়ি থেকে নেমে তাঁদের ধাওয়া করেন। একপর্যায়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাঁদের তিনজনকে ধরে ফেলা হয়। তাঁদের মাইক্রোতে তুলে নিয়ে মারধর করে পরে উত্তরার দিয়াবাড়ি ১৭ নম্বর সেক্টর এলাকায় গাড়ি থেকে নামিয়ে দিয়ে টাকাগুলো নিয়ে চলে যান।
এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানা-পুলিশ ছাড়াও তদন্ত করছে ডিবি পুলিশ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে গতকাল বুধবার দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে খিলগাঁও এলাকা থেকে প্রথমে চালক মো. হাসানকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে উদ্ধার হয় র্যাবের ভুয়া নেমপ্লেট ও ৮ হাজার ৫০০ টাকা। তাঁর তথ্যের ভিত্তিতে মাদারটেকের একটি গ্যারেজ থেকে জব্দ করা হয় ছিনতাইয়ে ব্যবহৃত মাইক্রোবাসটি।
একই রাতে উত্তরা থেকে ছিনতাইয়ের মূল হোতা চাকরিচ্যুত পুলিশ সদস্য গোলাম মোস্তফা ওরফে শাহিনকে গ্রেপ্তার করে ডিবি। তাঁর কাছ থেকে উদ্ধার হয় ১৩ লাখ ৩৪ হাজার টাকা। এরপর আদাবর থেকে ইমদাদুল শরীফকে গ্রেপ্তারের সময় তাঁর হেফাজত থেকে পাওয়া যায় ৮ লাখ ৪ হাজার ৭৮০ টাকা। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী সেনাবাহিনীর সাবেক সার্জেন্ট জালাল উদ্দিনকে সবুজবাগ থেকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর কাছ থেকে ৬৩ হাজার টাকা পাওয়া যায়। ঘটনার পরদিন জালাল লুটের ১২ লাখ টাকা নিজের ব্যাংক হিসাবে জমা করেন। পুলিশ ওই টাকা জব্দের প্রক্রিয়া চালাচ্ছে।
পরে এয়ারপোর্ট রেলস্টেশন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় ছিনতাই দলের আরেক সদস্য মো. সাইফুল ইসলাম ওরফে শিপনকে। তাঁর হেফাজত থেকে উদ্ধার হয় র্যাব-পুলিশের ভুয়া আইডি কার্ড, সিগন্যাল লাইট, লাঠি, মানিব্যাগ, চেকবই ও একাধিক মোবাইল ফোন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা স্বীকার করেছেন, তাঁরা দীর্ঘদিন ধরে র্যাব-পুলিশের পরিচয়ে ছিনতাই করে আসছিলেন। মূল পরিকল্পনায় ছিলেন চাকরিচ্যুত পুলিশ সদস্য শাহিন ও অবসরপ্রাপ্ত সেনাসদস্য জালাল।
পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত চলছে এবং চক্রটির অন্য সদস্যদের গ্রেপ্তার ও বাকি লুণ্ঠিত অর্থ উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।
রাজধানীর উত্তরায় র্যাব পরিচয়ে নগদের ডিস্ট্রিবিউটরের কাছ থেকে কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে চাকরিচ্যুত পুলিশ সদস্য ও সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট রয়েছেন। এ ছাড়া ছিনতাইয়ের কাজে ব্যবহৃত মাইক্রোবাসসহ বিপুল অর্থ উদ্ধার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৯ জুন) সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে ডিএমপির উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলাম সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. হাসান, চাকরিচ্যুত পুলিশ সদস্য গোলাম মোস্তফা ওরফে শাহিন, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট শেখ মো. জালাল উদ্দিন ওরফে রবিউল, মো. ইমদাদুল শরীফ ও মো. সাইফুল ইসলাম ওরফে শিপন। অভিযানে উদ্ধার করা হয়েছে নগদ ২২ লাখ ১০ হাজার ৭৮০ টাকা, ব্যাংকে গচ্ছিত আরও ১২ লাখ টাকা ও ছিনতাইয়ের কাজে ব্যবহৃত হায়েস গাড়ি।
এর আগে ১৪ জুন সকালে নগদ কোম্পানির ডিস্ট্রিবিউটর আব্দুল খালেক নয়নের উত্তরা ১২ নম্বর সেক্টরের বাসা থেকে চার কর্মচারী চারটি ব্যাগে ১ কোটি ৮ লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে নগদের অফিসে যাচ্ছিলেন। পথে ১২ ও ১৩ নম্বর সড়কের সংযোগস্থলে কালো রঙের একটি হায়েস মাইক্রোবাস গতিরোধ করে।
‘র্যাব’ লেখা কটি পরা, মুখোশধারী ছয় থেকে সাতজন অস্ত্রধারী ব্যক্তি গাড়ি থেকে নেমে তাঁদের ধাওয়া করেন। একপর্যায়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাঁদের তিনজনকে ধরে ফেলা হয়। তাঁদের মাইক্রোতে তুলে নিয়ে মারধর করে পরে উত্তরার দিয়াবাড়ি ১৭ নম্বর সেক্টর এলাকায় গাড়ি থেকে নামিয়ে দিয়ে টাকাগুলো নিয়ে চলে যান।
এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানা-পুলিশ ছাড়াও তদন্ত করছে ডিবি পুলিশ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে গতকাল বুধবার দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে খিলগাঁও এলাকা থেকে প্রথমে চালক মো. হাসানকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে উদ্ধার হয় র্যাবের ভুয়া নেমপ্লেট ও ৮ হাজার ৫০০ টাকা। তাঁর তথ্যের ভিত্তিতে মাদারটেকের একটি গ্যারেজ থেকে জব্দ করা হয় ছিনতাইয়ে ব্যবহৃত মাইক্রোবাসটি।
একই রাতে উত্তরা থেকে ছিনতাইয়ের মূল হোতা চাকরিচ্যুত পুলিশ সদস্য গোলাম মোস্তফা ওরফে শাহিনকে গ্রেপ্তার করে ডিবি। তাঁর কাছ থেকে উদ্ধার হয় ১৩ লাখ ৩৪ হাজার টাকা। এরপর আদাবর থেকে ইমদাদুল শরীফকে গ্রেপ্তারের সময় তাঁর হেফাজত থেকে পাওয়া যায় ৮ লাখ ৪ হাজার ৭৮০ টাকা। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী সেনাবাহিনীর সাবেক সার্জেন্ট জালাল উদ্দিনকে সবুজবাগ থেকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর কাছ থেকে ৬৩ হাজার টাকা পাওয়া যায়। ঘটনার পরদিন জালাল লুটের ১২ লাখ টাকা নিজের ব্যাংক হিসাবে জমা করেন। পুলিশ ওই টাকা জব্দের প্রক্রিয়া চালাচ্ছে।
পরে এয়ারপোর্ট রেলস্টেশন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় ছিনতাই দলের আরেক সদস্য মো. সাইফুল ইসলাম ওরফে শিপনকে। তাঁর হেফাজত থেকে উদ্ধার হয় র্যাব-পুলিশের ভুয়া আইডি কার্ড, সিগন্যাল লাইট, লাঠি, মানিব্যাগ, চেকবই ও একাধিক মোবাইল ফোন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা স্বীকার করেছেন, তাঁরা দীর্ঘদিন ধরে র্যাব-পুলিশের পরিচয়ে ছিনতাই করে আসছিলেন। মূল পরিকল্পনায় ছিলেন চাকরিচ্যুত পুলিশ সদস্য শাহিন ও অবসরপ্রাপ্ত সেনাসদস্য জালাল।
পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত চলছে এবং চক্রটির অন্য সদস্যদের গ্রেপ্তার ও বাকি লুণ্ঠিত অর্থ উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।
অর্থনীতির টালমাটাল অবস্থায় ব্যবসায়ী, রপ্তানিকারকেরা যখন বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকার লড়াই করছেন, ঠিক তখনই চট্টগ্রাম বন্দরের মাশুল বাড়ানো হলো। ব্যবসায়ীদের বিরোধিতা সত্ত্বেও এ মাশুল ১৫ অক্টোবর থেকে কার্যকর হয়েছে। এ অবস্থায় গতকাল শনিবার কনটেইনার পরিবহন বন্ধ করে বন্দরের কার্যক্রম থমকে দিয়েছেন...
২ ঘণ্টা আগেচুয়াডাঙ্গা সদর হাসপাতালে একের পর এক পদ শূন্য থাকায় স্থবির হয়ে পড়েছে চিকিৎসাসেবা। ৫০ শয্যার জনবল ও ১০০ শয্যার খাবার-ওষুধ নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে ২৫০ শয্যার সরকারি হাসপাতালটি; বিশেষ করে ১০ মাস ধরে অ্যানেসথেসিয়া কনসালট্যান্ট না...
২ ঘণ্টা আগেমাদারীপুরের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষকদের হাজিরার জন্য বসানো বায়োমেট্রিক ডিজিটাল হাজিরা মেশিনগুলো কোনো কাজেই আসেনি। দিনের পর দিন ব্যবহার না হওয়ায় এসব যন্ত্র এখন নষ্টের পথে। এতে অপচয় হচ্ছে সরকারের লাখ লাখ টাকা।
৩ ঘণ্টা আগেবরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) অন্তত ২৩ শিক্ষককে অধ্যাপক পদে পদোন্নতি দেওয়ার তোড়জোড় চলছে। শিক্ষার্থীদের অভিযোগ, তাঁদের মধ্যে সাতজন জুলাই আন্দোলনের বিরোধিতাকারী রয়েছেন। পদোন্নতির এ সিদ্ধান্ত নিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. তৌফিক আলম।
৩ ঘণ্টা আগে