Ajker Patrika

খিলগাঁওয়ে হত্যা মামলায় আ.লীগের ৩ নেতা গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
আপডেট : ১১ নভেম্বর ২০২৪, ১৯: ১৫
মো. বাবুল ওরফে কসাই বাবুল, মোহাম্মদ আজিজুল হক মুকুল ও ফাহাদ উল্লাহ। ছবি: সংগৃহীত
মো. বাবুল ওরফে কসাই বাবুল, মোহাম্মদ আজিজুল হক মুকুল ও ফাহাদ উল্লাহ। ছবি: সংগৃহীত

বনশ্রীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সৈয়দ নাজমুল হাসান (২৩) হত্যা মামলায় আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে ডিএমপির খিলগাঁও থানা-পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন খিলগাঁও ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো. বাবুল ওরফে কসাই বাবুল (৫৪), খিলগাঁও থানার শান্তিপুর ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজুল হক মুকুল (৪৯) ও পল্টন ছাত্রলীগের সাবেক সম্পাদক ফাহাদ উল্লাহ (৪০)।

আজ সোমবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

খিলগাঁও থানা সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই বেলা সাড়ে ৩টায় বনশ্রী জি-ব্লকের ১ নম্বর রোডে হাজার হাজার ছাত্র-জনতা কোটা সংস্কারের জন্য শান্তিপূর্ণ আন্দোলন করছিলেন। ওই দিন ভিকটিম ফিজিওথেরাপি টেকনিশিয়ান সৈয়দ নাজমুল হাসান (২৩) আফতাবনগরে তাঁর বাসা থেকে বনশ্রী আল-রাজি হাসপাতালে যাচ্ছিলেন। এ সময় আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলা চালায় আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। আক্রমণকারীরা ককটেল বিস্ফোরণসহ এলোপাতাড়ি গুলিবর্ষণ করলে নাজমুল বুকে ও পিঠে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় ভিকটিমের আত্মীয় আব্দুল মালেক (৭০) বাদী হয়ে গত ১৩ অক্টোবর খিলগাঁও থানায় হত্যা মামলা করেন।

থানা সূত্র আরও জানায়, তদন্তাধীন এ মামলায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় খিলগাঁও থানার গোড়ান এলাকা থেকে ১০ নভেম্বর (রোববার) রাত সোয়া ১১টায় বাবুল ও আজিজুলকে এবং গোড়ান শান্তিপুর এলাকা থেকে ১১ নভেম্বর (সোমবার) ভোর সাড়ে ৬টায় ফাহাদকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত