Ajker Patrika

তেঁতুলতলার স্থানটি কখনোই মাঠ ছিল না: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ‘তেঁতুলতলার স্থানটি কখনোই মাঠ ছিল না।’ তিনি বলেন, আবাসিক এলাকায় ১ বিঘার মতো ওই জমিটি পরিত্যক্ত ছিল, তা এখন পুলিশের সম্পত্তি। আজ বুধবার মাঠ রক্ষা আন্দোলনের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এর আগে বৈঠক থেকে বের হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী তেঁতুলতলা মাঠে থানা নির্মাণ না করে শিশুদের জন্য উন্মুক্ত রাখার ব্যাপারে আশাবাদী বলে জানিয়েছেন স্থপতি ইকবাল হাবীব এবং বাংলাদেশ পরিবেশ আইনবিদ নির্বাহী পরিচালক সৈয়দা রেজওয়ানা হাসান। 

ইকবাল হাবীব জানান, বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী খুবই আন্তরিকভাবে মাঠটি রক্ষা করার জন্য চেষ্টা করবেন বলে জানিয়েছেন। তিনি মাঠ রক্ষা প্রসঙ্গে আমাদের প্রস্তাব নিয়ে যথাযথ কর্তৃপক্ষ এবং প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন।  

রেজওয়ানা হাসান জানান স্বরাষ্ট্র মন্ত্রী বলেছেন, শিশুদের খেলার মাঠ দখলের বিষয়ে আমি নিজেও উদ্বিগ্ন। এ ছাড়া প্রতিনিধি দলকে স্বরাষ্ট্র মন্ত্রী থানা নির্মাণের জন্য বিকল্প জায়গা প্রস্তাব করারও অনুরোধ করেছেন বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঋণের ১৩০০ কোটির এক টাকাও দেননি হলিডে ইনের মালিক

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

গণ–সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন বিএনপি নেতা

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত