Ajker Patrika

নবাবগঞ্জে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধ নিহত 

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
নবাবগঞ্জে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধ নিহত 

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় আব্দুল মাজেদ খন্দকার মানিক নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-বান্দুরা আন্তঃসড়কের কলাকোপা কোকিল প্যারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধের নাম আব্দুল মাজেদ খন্দকার মানিক (৭১)। তিনি উপজেলার কলাকোপা ইউনিয়নের খন্দকার নোয়াদ্দা গ্রামের মরহুম খন্দকার আব্দুল হামিদের ছেলে। তিনি কলাকোপা কোকিল প্যারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির সহসভাপতি ছিলেন। 

স্থানীয় ব্যবসায়ী মো. রবি জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে কলকোপা কোকিলপ্যারি উচ্চ বিদ্যালসংলগ্ন এলাকায় রাস্তার পার হওয়ার সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশা আব্দুল মাজেদ খন্দকার মানিককে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। 

রক্তাক্ত অবস্থায় স্থানীয় লোকজন ও স্বজনেরা প্রথমে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা খারাপ থাকায় চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান, ‘হাসপাতালে আনার অনেক আগেই রোগীর মৃত্যু হয়েছে।’

নবাবগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই শ্যামল বলেন, ‘থানায় এমন কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত